Advertisement
Advertisement

Breaking News

The Kapil Sharma Show

কপিল শর্মার শো ছাড়ছেন সুমনা চক্রবর্তী! এবার দেখা যাবে নয়া অবতারে

কেন কপিল শর্মার শো ছাড়ছেন সুমনা?

Sumona Chakravarti quit kapil sharma show | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 29, 2022 8:06 pm
  • Updated:March 29, 2022 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরের শিরোনামে উঠে এল ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show)। কয়েকদিন আগেই খবরে এসেছিল এই শো অস্থায়ীভাবে বন্ধ হতে চলেছে। জানা গিয়েছিল, অভিনেতা ও শোয়ের সঞ্চালক কপিল শর্মা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার কারণেই এই শো অস্থায়ীভাবে বন্ধ হচ্ছে। তবে নতুন খবর হল এই শো-কে বিদায় জানাচ্ছেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী! (Sumona Chakraborty)

এর আগেও কপিল শর্মার শো থেকে বিদায় নিয়েছেন ভারতী সিং, সুনীল গ্রোভার, উপাসনা সিং, আলি আসগরের মতো শিল্পীরা। বেশিরভাগ ক্ষেত্রেও এই শো ছেড়ে যাওয়ার নেপথ্যে ছিল কপিল শর্মার সঙ্গে বচসা। সুমনার শো ছাড়ার পিছনেও কি সেই কারণ? গুঞ্জন পাড়ায় এসব নিয়ে কথা রটলেও, শোনা যাচ্ছে নতুন এক শোয়ের দায়িত্ব কাঁধে পড়ার কারণেই নাকি এই শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সুমনা।

Advertisement

কপিল শর্মার শো ছেড়ে কোন শোয়ে দেখা যাবে সুমনাকে?

[আরও পড়ুন: R R R ঝড়ের মধ্যেই রাজামৌলিকে আনফলো করলেন আলিয়া! ব্যাপারটা কী?]

সম্প্রতি জিজেস্টের ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে নতুন এক শোয়ের ঝলক। যার নাম ‘সোনার বেঙ্গল’। এই শোয়ের সঞ্চালক হিসেবেই দেখা যাবে সুমনাকে। এই নতুন শোয়ে ফুটে উঠবে বাংলায় লুকিয়ে থাকা সৌন্দর্য। ইতিমধ্যেই এই শোয়ের ঝলক প্রশংসা পেয়েছে নেটিজেনদের কাছ থেকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Zest (@zeezest)

তবে কানাঘুষো শোনা যাচ্ছে, সম্প্রতি নাকি কপিলের সঙ্গে বড়সড় বচসায় মেতে ওঠেন সুমন। আর সেই কারণেই নাকি বহুদিন থেকেই নতুন কোনও কাজ খুঁজছিলেন। সেই সময়ই এই শোয়ের অফার আসায়, কিছু না ভেবেই সুমনা ছাড়ছেন কপিলের শো। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি সুমনা।

[আরও পড়ুন: ‘কৃতকর্মের জন্য লজ্জিত’, অস্কার মঞ্চে সঞ্চালককে চড় মারায় ক্ষমা চাইলেন উইল স্মিথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement