সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের শ্রাদ্ধকর্মের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তাতেই কটাক্ষের শিকার সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। এমন ভিডিও তাঁর পোস্ট করা উচিত হয়নি। এমনই মত প্রকাশ করা হয়েছে।
দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপার মা দীপালি মুখোপাধ্যায়। গত বছরের মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় সোশাল মিডিয়ার মাধ্যমে সকলকে মায়ের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছিলেন সুদীপা। পরে জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। শোনা যায়, এই ঘটনার মাস কয়েক যেতে না থেকেই দীপালিদেবীর সেরিব্রাল অ্যাটাক হয়। তার পর থেকে দীর্ঘ দিন তিনি ভেন্টিলেশনে ছিলেন। দিন দুয়েক আগে মায়ের ছবি পোস্ট করে শোকার্ত বার্তা দেন সুদীপা।
মঙ্গলবার মায়ের শ্রাদ্ধকর্মের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে সুদীপা লেখেন, “আমার মায়ের প্রয়াণের পর অনেকেই সমবেদনা জানিয়েছেন, কার্ড-ফুল পাঠিয়েছেন, সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। এই কঠিন সময়ে আপনাদের সাপোর্ট শক্তি জোগাচ্ছে আর পরিবারের সকলের জন্য এটা অত্যন্ত সান্ত্বনার।”
View this post on Instagram
সুদীপার এই পোস্টে অনেকেই দুঃখ প্রকাশ করেন। তাঁর মায়ের আত্মার শান্তি কামনাও করেন অনেকে। কিন্তু নেটিজেনদের একাংশের এভাবে শেষকৃত্যের ভিডিও সোশাল মিডিয়ায় দেওয়া পছন্দ হয়নি। তাঁদেরই একজন লেখেন, “ছি ছি নিজের মায়ের শেষ কাজ করছেন সেটাও সোশাল মিডিয়ায় পোস্ট করছেন! ভগবান আপনাকে সুমতি দিক।” একজন আবার লিখেছেন, “আপনার মায়ের আত্মার শান্তি কামনা করি! কিন্তু আপনি এটা সোশাল মিডিয়াতে না দিলেও পারতেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.