সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee)। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কী এমন হয়েছে তাঁর? এই প্রশ্ন উঠতে থাকে। এর মধ্যেই এবার শুরু হয় গুঞ্জন। ডেঙ্গু হয়েছে পরিচালকের। এমনই খবর রটে যায়।যাতে বিরক্ত হয়ে শেষমেশ ফেসবুকে জবাব দিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)।
এমনিতে শহরে এখন ডেঙ্গু প্রবলভাবে দেখা যাচ্ছে। শোনা গিয়েছে, রাজ্যে ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে মৃত্যুর সংখ্যা জানানো হয়নি। এদিকে সূত্রের খবর মানলে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অন্তত ২৬ হাজার। এমন পরিস্থিতিতেই অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ডেঙ্গু (Dengue) আক্রান্ত হওয়ার ভুয়ো খবর ছড়ানোয় চিন্তিত হয়ে পড়েন অনুরাগী, আত্মীয়, বন্ধুরা।
স্বামীর অসুস্থতা নিয়ে এমন ভুয়ো খবরে বিরক্ত সুদীপা চট্টোপাধ্যায়। ফেসবুকে তিনি লেখেন, “আমার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ডেঙ্গুর চিকিৎসা হচ্ছে না। তিনি অ্যাপোলো গ্লেনেগেলসে ভর্তি হয়েছে অ্যাঞ্জিওগ্রামের জন্য। সকলের উদ্বেগ প্রকাশের জন্য ধন্যবাদ। দয়া করে ওর জন্য প্রার্থনা করবেন।”
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় কিছু একটা পোস্ট সুদীপা করলেই, তা নিয়ে ট্রোলিং শুরু করে দেন নেটিজেনরা। কখনও খাবারের ডেলিভারি বয়কে নিয়ে বিতর্কে জড়িয়েছেন, আবার কখনও শাড়ি, গয়না নিয়েও বিতর্কে নাম জড়িয়েছে তাঁর, কখনও দুর্গাপুজোয় সুদীপার সাজ নিয়ে হইচই হয়েছে। এ নিয়ে অবশ্য বিশেষ মাথা ঘামাননি সুদীপা। নিজের কাজ নিয়েই ব্যস্ত তারকা। তবে এবার স্বামীকে নিয়ে ভুয়ো খবর সহ্য করেননি তিনি। সোশাল মিডিয়াতেই দিয়েছেন জবাব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.