সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি টিআরপি তালিকার শীর্ষে নিয়ে গিয়েছিল ‘দিদি নম্বর ১’কে। গত দু সপ্তাহ ধরেই টিআরপির দৌড়ে দুর্ধর্ষ রেজাল্ট ছিল শোয়ের। তবে এবার এক ধাক্কায় নামল রেটিং। নন ফিকশনে বরাবর রাজত্ব করে এসেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের শো। রীতিমতো টিআরপি তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’র সঙ্গে রেষারেষি হত। তবে এবার রচনা ভোটের ময়দানে ব্যস্ত হতেই ফলাফলে পিছিয়ে পড়ল শো!
বিগত একযুগ ধরে ‘দিদি নম্বর ১’-এর মুখ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। অভিনেত্রীর বাইরে অবশ্য বর্তমানে তাঁর একটা নতুন পরিচিতি তৈরি হয়েছে। রচনা এখন রাজনীতিকও। তৃণমূল কংগ্রেসে রাজনৈতিক অভিষেক হওয়ার পরই লোকসভার প্রার্থী পদ পেয়েছেন। তাও আবার হুগলির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী লড়াই। তাই ইতিমধ্যেই প্রচারের ময়দানো কোমর বেঁধে নেমে পড়েছেন বাংলা টেলিভিশনের ‘দিদি নম্বর ১’। কিন্তু সঞ্চালিকা রাজনীতির ময়দানে নামতেই ধাক্কা খেল রিয়ালিটি শোয়ের টিআরপি।
আদৌ কি ভোটই এর জন্য দায়ী? আজ্ঞে না! নন ফিকশন টিআরপির তালিকায় এই সপ্তাহে জি বাংলার ‘দিদি নম্বর ১’কে টেক্কা দিয়েছে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’। স্বাভাবিকভাবেই অ্যাওয়ার্ড ফাংশনে তারকাদের পারফরম্যান্সের দিকে সকলেরই নজর থাকে। সেই প্রেক্ষিতেই এগিয়ে গিয়েছে স্টার জলসা। ‘দিদি নম্বর ওয়ান সিজন ৯’-এর টিআরপি ২.৭। অন্যদিকে এই শোয়ের সানডে স্পেশ্যাল পর্বের রেটিং ৫.২। যেগুলোর থেকে স্টার জলসার সানডে ফিকশন ৭.৮ রেটিং নিয়ে এগিয়ে। তবে দাদাগিরি তুলনামূলকভাবে ভালো স্থানে। জলসা ফিকশনকে হারিয়ে সৌরভের ‘দাদাগিরি’র টিআরপি ৫.৩।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.