ছবি ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীময়ী চট্টরাজের ছোটপর্দায় ফেরার খবর নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। মাত্র কয়েকমাস আগেই কন্যাসন্তানের মা হয়েছেন কাঞ্চন মল্লিকের ঘরনি শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ইতিমধ্যেই ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের আগামী ছবি ‘রক্তবীজ ২’-এর শুটিং করেছেন অভিনেত্রী। আর এবার তাঁর ছোটপর্দায় ফেরার খবরে সিলমোহর পড়ল। এসে গেল তাঁর নতুন সিরিয়ালের ঝলক।
স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে দিয়া বসু, অভিষেক বীর শর্মা ও অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই মেগা। ধারাবাহিকের প্রোমোয় দেখা মিলেছে শ্রীময়ীর। জানা যাচ্ছে এই সিরিয়ালে খলনায়িকা হিসাবে ছোটপর্দায় প্রত্যাবর্তন ঘটছে শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)। ধারাবাহিকে রাগিনী চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে শ্রীময়ীকে। তার ছেলে রঙ্গনের ভূমিকায় থাকছেন অভিষেক। ভাগ্যের ফেরে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে রঙ্গনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে হয় সরোজিনীকে। রাগিনীর সঙ্গে সরোজিনীর টক্কর এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হতে চলেছে।
কিন্তু সদ্যোজাত কন্যা কৃষভিকে ছেড়ে কাজে ফেরার এই সিদ্ধান্ত কি এতই সহজ ছিল শ্রীময়ীর জন্য? কিছুদিন আগেই ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, “মেয়ে হওয়ার আগে সাত মাস পর্যন্ত আমি ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’য়ের শুটিং করেছি। তারপর ভেবেছিলাম মেয়ের মুখেভাত হলে তবে কাজে ফিরব। কিন্তু ইতিমধ্যেই কাজের সুযোগ আসে। কাঞ্চন আমায় বলেছিল আজ নয়তো কাল কাজে আমায় ফিরতেই হেব। তাই কাঞ্চনের পরামর্শেই আমি কাজে ফেরার সিদ্ধান্ত নিলাম।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.