Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

জল্পনায় সিলমোহর, এবার একসঙ্গে ‘দাদাগিরি’ ও ‘বিগবস’ সামলাবেন সৌরভ

কোন চ্যানেলে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে?

Speculations are being put to rest, this time Sourav Ganguly will host 'Dadagiri' and 'Bigg Boss' together

ছবি ফাইল

Published by: Manasi Nath
  • Posted:April 19, 2025 7:54 pm
  • Updated:April 19, 2025 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি একই সঙ্গে ‘দাদাগিরি’ এবং ‘বিগবস’ দুই শো সঞ্চালনা করবেন! বেশ কিছুদিন ধরেই এই জল্পনা শোনা যাচ্ছিল টলিপাড়ার অন্দরে। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ দাদা।

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’। কুইজ অনুষ্ঠানটি এবার দশ বছরে পা রাখছে। তবে এবার আর জিবাংলার ‘দাদাগিরি’তে দেখা যাবে না মহারাজকে। বদলে অন্য একটি বাংলা চ্যানেলে ‘দাদাগিরি’ করবেন দাদা। এইসঙ্গে বাংলা টেলিভিশনে আসছে আরেক জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণ। সেই শো-ও সঞ্চালনা করবেন স্বয়ং মহারাজ। উল্লেখ্য, একই চ্যানেলে দুই শো আসতে চলেছে। এই দুই শোয়ের হাত ধরে আরও একবার সঞ্চালক হয়ে ছোটপর্দায় ফিরছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

জানা গিয়েছে, স্টার জলসায় আসতে চলেছে এই দুই শো। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সৌরভ জানিয়েছেন,”এবার ‘দাদাগিরি’র ধরণ বদলে যাচ্ছে। স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরো অনুষ্ঠানটি তাঁরা অন্যরকম ভাবে পরিবেশন করতে চান। এরসঙ্গে, তাঁরা জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-ও আনতে চান। তার সঞ্চালক হিসাবেও আমাকেই ভেবেছেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুবই ভালো লাগে। সেই জন্যই রাজি হয়ে গেলাম। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, “দাদাগিরির প্রথম সিজন করার পর ভেবেছিলাম, পরের সিজনে আর আমায় ডাকবে না। আমার দ্বারা হবে না। সেই সময় মা ভরসা দিয়েছিলেন। আমিও চেষ্টা করেছি নিজেকে যতটা ঘষেমেজে তৈরি করা যায়। দর্শক ভালবেসেছেন। ওঁরা আমার শো দেখার জন্য উদ্‌গ্রীব— এই বিষয়টিই আমায় পরিশ্রমী হয়ে উঠতে সাহায্য করেছে।”

সূত্রের খবর, দুটি শোয়ের জন্য মোট ৩৪ দিন শুটিং করবেন সৌরভ। এক একটি শোয়ের জন্য ১৭ দিন করে সময় দেবেন। এবার একই চ্যানেলে একযোগে দুটি রিয়েলিটি শো সঞ্চালনা করে বাংলা টেলিভিশনে ইতিহাস গড়তে চলেছেন মহারাজ। শুধু তাই নয়, জানা যাচ্ছে, দুই শো সঞ্চালনার জন্য রাজকীয় পারিশ্রমিকও পেতে চলেছেন তিনি, যা বাংলা টেলিভিশনের ইতিহাসে আরও একটি নজির গড়বে বলেই মনে করছেন অনুরাগীরা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub