Advertisement
Advertisement

Breaking News

Sohini Banerjee Wedding

সাত পাকে ‘উড়ন তুবড়ি’ সোহিনী, স্কুলজীবনের প্রেমিকের গলাতেই দিলেন মালা

অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন বিয়ের ছবি।

Sohini Banerjee tied knot with love of her life | Sangbad Pratidin

ছবি: ওয়েডিং ক্যানভাস

Published by: Suparna Majumder
  • Posted:January 29, 2024 7:59 pm
  • Updated:January 29, 2024 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়লেন আরও এক টেলি অভিনেত্রী। এবার লাল টুকটুকে বেনারসী পড়ে ছোটবেলার প্রেমিকের গলায় মালা দিলেন ছোটপর্দার ‘উড়ন তুবড়ি’ অর্থাৎ সোহিনী বন্দ্যোপাধ্যায় (Sohini Banerjee)। শেয়ার করলেন বিয়ের ছবি।

Sohini-Banerjee-Wedding-2
ছবি: ওয়েডিং ক্যানভাস

গত বছর থেকেই বলিউড-টলিউডে এখন বিয়ের মরশুম। দ্বিতীয়বার বিয়ে করেছেন আরবাজ খান। আমিরকন্যা ইরা খানের (Ira Khan Reception) গ্র্যান্ড ওয়েডিং হয়েছে উদয়পুরে। এদিকে টলিপাড়ায় গত বছর বিয়ে সেরেছেন সৌরভ-দর্শনা। নতুন বছরে সাতপাকে বাঁধা পড়েছেন ‘বল্লভপুরের রূপকথা’র ভূপতি অর্থাৎ সত্যম ভট্টাচার্য। সোহিনীর জানুয়ারিতে বিয়ে সেখবর আগেই জানা গিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: নির্ঘাত পরকীয়া! ‘ভাবি ২’ তৃপ্তির সঙ্গে রণবীরের মাখোমাখো নাচ, ভিডিও ঘিরে শোরগোল]

পাত্রের নাম জয়সূর্য গুপ্ত। জানা গিয়েছে, পেশায় ইঞ্জিনিয়ার জয়সূর্য। থাকেন লন্ডনে। স্কুলজীবন থেকেই নাকি সোহিনীর সঙ্গে জয়সূর্যর প্রেম। যা গত ২৭ জানুয়ারি পরিণতি পেল। সোহিনীর বিয়ের সমস্ত অনুষ্ঠানের সাক্ষী ছিলেন ‘উড়ন তুবড়ি’র নায়ক অর্জুন অর্থাৎ স্বস্তিক ঘোষ। অনস্ক্রিন স্ত্রীকে আইবুড়ো ভাতও খাইয়েছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastik Ghosh (@iamswastik3)

সাবেকি সাজেই বিয়ে করেছেন সোহিনী। জয়সূর্যর পরনে ছিল তসরের পাঞ্জাবি ও খয়েরি রঙের ধুতি। বিয়ের সাজে অভিনেত্রীকে সাজিয়েছেন বাবুসোনা সাহা। ছবি ও ভিডিও তুলেছে ‘ওয়েডিং ক্যানভাস’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Wedding Canvas (@twc2014india)

[আরও পড়ুন: উত্তমকুমারের সঙ্গে ছবি শেয়ার জিনাতের, সুচিত্রা সেন কোথায়?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement