সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দর্শককে হাস্যরসে সম্বৃদ্ধ করতে তাঁর জুড়ি মেলা ভার। আট থেকে আশি প্রত্যেকেই তাঁর গুণমুগ্ধ। তাঁর শোয়ে চোখ রেখে প্রাণ খুলে হাসার জন্য গোটা সপ্তাহ অপেক্ষা করেন ভক্তরা। নিজের ‘ব্যাড বয়’ ইমেজ ঝেড়ে ফেলে পুরনো ভালবাসা ফিরে পেয়েছেন তিনি। কিন্তু সেই কপিল শর্মার বিরুদ্ধেই এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে নেটিজেনরা।
কেন? আসলে এক নেটিজেনের দাবি, মহিলাদের অপমান করেছেন জনপ্রিয় এই কমেডিয়ান। রবিবার একটি টুইট করেন এক যুবক। যাঁর টুইটার হ্যান্ডেলটির নাম আওয়ারা লড়কা রাজ। তাঁর দাবি, কপিল নাকি বলেছেন, ‘মহিলাদের কখনও সম্মান দিতে নেই। দিলেই তারা ভালবেসে ফেলে। তাহলেই বিয়ে করতে হয়। আর তারপরই বাবা হতে হয়। আমি এত অল্প বয়সে বাবা হতে চাই না।’ কিন্তু কপিল ঠিক কোথায় এমন কথা বলেছেন তা উল্লেখ করেনি ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় কপিল যে এমন কিছু লেখেননি, তা নিশ্চিত। কিন্তু ওই যুবকের টুইটেই সরগরম হয়ে ওঠে সোশ্যাল দুনিয়া। অনেকেই যুবকের টুইটটি রিটুইট করায় তা ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি।
তারপরই থেকেই কপিলকে তুলোধোনা করতে শুরু করেছেন অনেকে। একজন অভিনেতার থেকে এমন মন্তব্য অনেকেই মেনে নিতে পারছেন না। এক মহিলা আবার বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘টিভিতে ভুলভাল নানা মন্তব্য করেন কপিল। তাই সোশ্যাল সাইট থেকে তাঁকে ব্লক করে দেওয়া উচিত। এমনকী তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও জানানো উচিত।’ তবে এতসব সমালোচনায় নিজেই জল ঢেলে দিয়েছেন কপিল। টুইট করে নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি।
लड़कियों से कभी भी इज़्जत से बात नही करनी चाहिए
— आवारा लड़का राज (@_i_hate_you_aaj) August 18, 2019
नही तो सेट हो जाती है..
और सेट हो गई तो बाप भी बनना पड़ेगा..
और इतनी कम उम्र मे बाप नही बनना चाहता है 😂😂😂😂
कपिल शर्मा कहिन 😝😝😝
👏काश धमकी देने से पहले लास्ट लाइन पढ ली होती वो शब्द @KapilSharmaK9 के है हो सके तो उसे block मारिये और केस किजिए जो टीवी पर फालतू बकवास करता और@Sony इसका भी बायकाट किजिऐ मैडम,टविटर पर सामाजिक कार्यकर्ता मत बनिऐ रियल मे करिये लड़कियों के लिऐ कूछ,
— लाडो 😐❤[ HTL ] (@BaisaRathore1) August 19, 2019
यहाँ बस rt फालोवर का मोह है👍 https://t.co/r1USFkonMP
এক নেটিজেনের টুইটের জবাবে তাঁকে বোন সম্বোধন করে কপিল লেখেন, “আপনি রিটুইট করার আগে ফ্যাক্ট চেক করে নিতে পারতেন। আমি এসব কিছুই বলিনি। বাকি রামজি সব ঠিক করবেন। ধন্যবাদ।” অর্থাত আওয়ারা লড়কা রাজ নামের টুইটার হ্যান্ডেলটি থেকে যে টুইটটি ভাইরাল হয়েছিল, সেসব কথা যে কপিল বলেননি, সেটাই স্পষ্ট করে দিলেন অভিনেতা। কপিলের টুইটের পর অবশ্য এনিয়ে আর কোনও আলোচনা হয়নি।
Dear sister, काश आप रीऐक्ट करने से पहले facts चेक कर लेतीं। वो शब्द मेरे नहीं थे। बाक़ी राम जी सब ठीक करेंगे 🙏 धन्यवाद https://t.co/mxl8km2o7Y
— Kapil Sharma (@KapilSharmaK9) August 19, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.