Advertisement
Advertisement

Breaking News

Rupankar Bagchi

এবার ছোটপর্দায় অভিনয় করছেন রূপঙ্কর বাগচী, কোন ধারাবাহিক জানেন?

ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন শিল্পী।

Singer Rupankar Bagchi to act in Star Jalsha's Bengali Serial | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 28, 2021 1:29 pm
  • Updated:April 28, 2021 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। পেয়েছেন জাতীয় পুরস্কার। অভিনয়ও করেছেন কয়েকটি ছবিতে। যার মধ্যে আগামীর তালিকায় রয়েছে মাল্টি স্টারার ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ (Abar Kanchanjangha)। এবার ধারাবাহিকের জগতেও পা রাখতে চলেছেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)।

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে অভিনয় করবেন রূপঙ্কর। সংবাদ প্রতিদিনকে ফোনে নিজে একথা নিশ্চিত করেছেন তিনি। তবে চরিত্রের বিষয়ে এখনই কিছু বলতে চাননি শিল্পী।সময় এলেই টেলিভিশনের দর্শকরা দেখতে পাবেন।  তবে মঙ্গলবারই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি আপলোড করেছেন রূপঙ্কর। যেখানে তাঁর পরনে সাদা পাঞ্জাবি, গলায় গেরুয়া উত্তরীয় এবং মাথায় গেরুয়া পাগড়ি রয়েছে। একেবারে যেন সাধুর বেশ ধারণ করেছেন শিল্পী। ছবির ক্যাপশনে লিখেছেন, “বারে বারে আর আসা হবে না।” ছবি দেখে স্থানটি মেকআপ রুম বলেই মনে হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: টলিউডে আবারও করোনার কোপ, এবার আক্রান্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়]

সূত্রের খবর, ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রূপঙ্কর বাগচী। ইতিমধ্যেই নাকি তাঁর অংশটির শুটিং হয়ে গিয়েছে। বিশেষ কোনও পর্বে হয়তো দেখা যেতে পারে রূপঙ্করকে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে স্টার জলসায় চলছে ‘মহাপীঠ তারাপীঠ’ (Mahapeeth Tarapeeth) ধারাবাহিকটি। ধারাবাহিকে বামা ক্ষ্যাপার চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মা তারার ভূমিকায় রয়েছেন নবনীতা দাস (Nabanita Das)। খলনায়ক ‘অঘোরানন্দ’র ভূমিকায় দেখা যাচ্ছে রঙ্গমঞ্চের দাপুটে অভিনেতা গৌতম হালদারকে। অভিনয়ের জোরেই গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় ভাল ফল করেছে ধারাবাহিকটি। এবার রূপঙ্করের আগমনে তাতে বাড়তি মাত্রা যোগ হবে বলেই মনে করছেন অনুরাগীরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rupankar Bagchi (@rupankarbagchi_official)

[আরও পড়ুন: ফের করোনার থাবা বাংলার সাহিত্য জগতে, প্রয়াত বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement