সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় টেলি ধারাবাহিক ”ধূলোকণা”য় এবার বড় চমক। এই ধারাবাহিকের স্পেশাল এপিসোডে এবার আসতে চলেছেন কুমার শানু। স্পেশাল পর্বে একটি রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবে দেখা যাবে জনপ্রিয় এই গায়ককে।
‘ধূলোকণা’ ধারাবাহিকে গল্পে এবার দেখা যাবে ধারাবাহিকের ফুলঝুড়ি একটি রিয়্যালিটি শোয়ে অংশ নেবে। আর সেই শোয়ের বিচারক হিসেবে এই ধারাবাহিকে অভিনয় করবেন কুমার শানু।
এই মুহূর্তে কুমার শানুকে বিচারক হিসেবে দেখা যাচ্ছে রিয়্যালিটি শো সুপার সিঙ্গার থ্রিতে। স্টার জলসাতেই দেখা যায় এই রিয়্যালিটি শো।
কয়েকদিন আগেই খবরে এসেছিল বাবুল সুপ্রিয়কে নাকি দেখা যাবে একটি নতুন ধারাবাহিকে। যার পরিচালক রাজ চক্রবর্তী। তবে শোনা যাচ্ছে, সেই ধারাবাহিক থেকে নাকি সরে এসেছেন বাবুল। তারই মাঝে ‘ধূলোকণা’য় কুমার শানুর অতিথি হয়ে আসার খবরে বেশ খুশি তাঁর অনুরাগীরা।
মানালি দে ও ইন্দ্রাশিস রায়ের জুটিই ”ধূলোকণা”র ইউএসপি। ইতিমধ্যেই এই ধারাবাহিক বেশ সাড়া ফেলেছে। টিআরপির দৌঁড়েও বেশ এগিয়ে ‘ধূলিকণা’। তবে এবার দেখার পালা ধারাবাহিকে কুমার শানু এন্ট্রি নিয়ে ঠিক কী করবেন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.