সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজান বিতর্কে এবার সোনু নিগমের সমর্থনে এগিয়ে এলেন আরেক জনপ্রিয় গায়ক আদনান সামি৷ তাঁর বক্তব্য, কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে৷ সোনু মন খুলেই কথা বলেছেন, কিন্তু তাঁর বক্তব্য অনেকে হয়তো ঠিকভাবে বুঝতে পারেনি৷ ভারতের নাগরিকত্ব পাওয়া এই পাক গায়ক বলেন, “যখন এই বিতর্ক শুরু হয় আমি বাইরে ছিলাম৷ ঠিক কি হয়েছে জানি না৷ তবে এটা বলতে পারি যে সোনু অত্যন্ত সাদাসিধে৷ নিশ্চয় কোথাও কোনও ভুল বোঝাবুঝি হয়েছে৷”
[চার হাত এক হবে, যদি পাত্র হয় বামপন্থী…]
সোনুর পাশে দাঁড়ানো ছাড়াও, পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ যাদবের মুক্তির আবেদনও জানিয়েছেন আদনান সামি৷ যখন এই বিষয়ে সমস্ত বলিউড চুপ তখন ওই গায়ক দাবি তুলেছেন, যেভাবেই হোক যাদবকে দেশে ফেরানো হোক৷
উল্লেখ্য, আজানের শব্দে ঘুম ভেঙে যায় বলে সম্প্রতি টুইটারে সরব হয়েছিলেন সোনু। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি তথা মৌলবি সৈয়দ শাহ আতেফ আলি আল কাদরি ফতোয়া জারি করেন। হুমকি দেন, সোনুর মাথা কামিয়ে ছেঁড়া জুতোর মালা পরিয়ে গোটা দেশে ঘোরাতে পারলে ১০ লক্ষ টাকা ইনাম দেবেন। ইমামের ফতোয়ার যোগ্য জবাব দেন সোনু। নিজেই সাংবাদিক বৈঠক ডেকে মাথা কামিয়ে ফেলেন। তারপর দাবি করেন, তাঁকেই যেন ওই ১০ লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়। তবে বাকি শর্ত পূরণ হয়নি বলে দাবি করে ওই ইমাম টাকা দিতে সন্মত হননি৷
[ধর্ষণ করে প্রমাণ লোপাট করতে পুড়িয়ে মারা হল ছ’বছরের কিশোরীকে]
তারপরই ‘আজান’ বিতর্কে সোনু নিগমের পাশে দাঁড়িয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন। এই বিতর্কিত লেখিকার টুইট করেছিলেন, “ইমামরা মিথ্যাবাদী। ওঁরা টাকা দেবে না।” এই প্রসঙ্গেই তসলিমা উল্লেখ করেছিলেন, তাঁর মুখে কালি মাখানোর জন্য একবার কলকাতারই এক ইমাম ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। তসলিমার এক ‘বন্ধু’ তাঁর মুখে কালি মাখালেও সেই ৫০ হাজার টাকা দেননি বলে টুইট করেছিলেন ‘লজ্জা’র লেখিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.