Advertisement
Advertisement

Breaking News

Shyamoupti Mudli

‘পাশে আছি’, রণজয়ের জন্মদিনে আদুরে বার্তা শ্যামৌপ্তির

ইনস্টাগ্রাম পোস্টে কী লিখলেন অভিনেত্রী?

Shyamoupti Mudli shares special message for Ranajay in his birthday
Published by: Sayani Sen
  • Posted:March 22, 2025 4:52 pm
  • Updated:March 22, 2025 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোহিনী অতীত। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় রণজয় বিষ্ণুই মন নাকি ঠিকানা বদলেছে। শ্যামৌপ্তি মুদলির কাছেই নাকি বাঁধা পড়েছেন। যদিও এই বিষয়ে দু’জনের তরফে সিলমোহর দেননি কেউই। রণজয়ের জন্মদিনে বেশ কয়েকটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন শ্যামৌপ্তির। তাঁর আদুরে বার্তাই যেন জল্পনার আগুনে ঘি ঢালল।

ইনস্টাগ্রামে শ্যামৌপ্তি তিনটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, “ভালো মানুষ তুমি, এই সততা এবং সামাজিকবোধ তোমার জীবনে এক নতুন আলোর সন্ধান নিয়ে আসুক, এভাবেই জীবনযুদ্ধে এগিয়ে যাও। আরো ভালো কাজ করো। পাশে আছি। শুভ জন্মদিন। ভালো থাকো। হাসিখুশি থাকো।”

Advertisement

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে রণজয় ও শ্যামৌপ্তির জুটি বেশ জনপ্রিয়। সৌজন্যে ‘গুড্ডি’ সিরিয়াল। ধারাবাহিকে অনুজের চরিত্রে অভিনয় করেন রণজয়। আর গুড্ডি হিসেবে দেখা যায় শ্যামৌপ্তিকে। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরও দুজনের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে রণজয় ও শ্যামৌপ্তিকে। লাদাখে গিয়ে মিউজিক ভিডিওটির শুটিংও হয়। এর আগে পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ডে শ্যামৌপ্তি মুদলির সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করেছিলেন রণজয়। তাঁদের এই পারফরর্ম্যান্সও দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। মাঝে মধ্যে দুই তারকার অফস্ক্রিন নৈকট্যের কথাও শোনা যায়। তবে রণজয় বা শ্যামৌপ্তি দুজনেই এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ। এখন কাজকেই প্রাধান্য দিতে চান তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement