সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজপুত রাজকুমারী ছিলেন। শৈশবেই চিতোর-রাজ রানা সঙ্গার বড় ছেলে ভোজ রাজের সঙ্গে বিয়ে হয়েছিল। কিন্তু কৃষ্ণ প্রেমই ছিল তাঁর ধ্যান-জ্ঞান-প্রাণ। গোবিন্দের চরণেই নিজেকে সঁপে দিয়েছিলেন। সমালোচিত হয়েছিলেন, শাস্তি পেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ প্রেমের পথ কখনও ছাড়েননি। অল্প বয়সে বিধবা হওয়ার পরও কৃষ্ণনাম জপ, ভজন, সাধন করেই দিন কাটত মীরা বাঈয়ের (Meera Bai)। ভক্তির সেই কাহিনিই এবার দেখা যাবে বাংলা টেলিভিশনের পর্দায়। কৃষ্ণভক্ত মীরা হয়ে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Basu)। ভক্তি ও ভালবাসায় ঘেরা মীরার মন কী খুঁজে পাবে তাঁর লীলাধরকে? এই প্রশ্নের উত্তর নিয়েই আসছে স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’। প্রকাশ্যে আগাম ঝলক।
View this post on Instagram
জি বাংলার (Zee Bangla) ‘জয়ী’ ধারাবহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে পরিচিতি পান দেবাদৃতা। ধারাবাহিকে এক মহিলা ফুটবল খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পর শুরু হয় ‘আলো ছায়া’। সিরিয়ালে আলোর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এবারে অন্য চ্যানেল অর্থাৎ স্টার জলসার ধারাবাহিকে দেখা যাবে নায়িকাকে। তাও আবার মীরা বাঈয়ের চরিত্রে। ধারাবাহিকে মীরার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দায় ‘ভূতু’ অর্থাৎ শিশুশিল্পী আর্শিয়া। কৃষ্ণের চরিত্রে দেখা যাচ্ছে প্রারব্ধি সিংহকে। এর আগে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকে শুভর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ধারাবাহিকের অন্যান্য চরিত্রে কারা থাকছেন, সে বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। কবে থেকে সম্প্রচারিত হবে, তাও আগাম এই ঝলকে জানানো হয়নি। তবে মে মাসেই হয়তো স্টার জলসার পর্দায় দেখা যাবে ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’র (Shree Krishna Bhakt Meera) কাহিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.