Advertisement
Advertisement

Breaking News

Shivaji Satam

‘সিআইডি’র এসিপি প্রদ্যুম্নের মৃত্যু! খবর সামনে আসতেই উত্তাল নেটপাড়া, শেষ হচ্ছে বিরাট অধ্যায়?

শিবাজি সত্যমের জায়গায় আসছেন কোন অভিনেতা?

Shivaji Satam exists CID after 27 years!

ছবি সংগৃহীত

Published by: Manasi Nath
  • Posted:April 8, 2025 10:42 am
  • Updated:April 8, 2025 11:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশক থেকেই ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় শো ‘সিআইডি’। আট থেকে আশির অন্যতম পছন্দের এই শো বর্তমানে ছোটপর্দা ছাড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মে তার জয়যাত্রা অব্যাহত রেখেছে। ধারাবাহিকটির সঙ্গে সিআইডি অফিসার এসিপি প্রদ্যুম্নের নাম ওতোপ্রতোভাবে জড়িত। ইতিমধ্যে জানা গিয়েছে, এই শোয়ের মূল চরিত্র, এসিপি প্রদ্যুম্ন, সিরিজ থেকে বিরতি নিতে চলেছেন। সেই কারণেই শোয়ে তাঁর মৃত্যু দেখানো হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়া উত্তাল হয়ে উঠেছে। ক্ষোভে ফেটে পড়েছেন দর্শক, অনুরাগীরা।

এসিপি প্রদ্যুম্নের দীর্ঘ ২৭ বছরের পথ চলায় ইতি ঘটতে চলেছে। তাঁর মৃত্যু দেখিয়েই চরিত্রটি শেষ করতে চান নির্মাতারা। একটি বোমা বিস্ফোরণের এসিপি ওই চরিত্রের মৃত্যু হবে বলে চিত্রনাট্য তৈরি। এই খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। কেউই এসিপির মৃত্যু দেখতে আগ্রহী নন! স্বভাবতই শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে হতাশা ও ক্ষোভ উগরে দিয়েছেন দর্শক, অনুরাগীরা। এই প্রসঙ্গে পর্দার এসিপি শিবাজি সত্যম এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি এই শো থেকে কিছুদিনের বিরতি চেয়েছিলাম। সেই কারণেই নির্মাতার এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা, আমার জানা নেই। চরিত্রটা আবারও ধারাবাহিকে ফিরবে কিনা, তাও জানি না। তবে এটা ঠিক যে ধারাবাহিকে এসিপি হিসাবে এবার থেকে অন্য এক অভিনেতাকে দেখা যাবে।”

Advertisement

প্রসঙ্গত, শিবাজি সত্যমের জায়গায় সিআইডিতে নতুন এসিপির ভূমিকায় দেখা যাবে পার্থ সামথনকে। অভিনেতা নিজেই এই খবরে সিলমোহর দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,”সিআইডিতে এসিপির ভূমিকায় আমি অভিনয় করছি, খবরটা প্রথমে আমার পরিবারই বিশ্বাস করতে চায়নি। যে ধারাবাহিক দেখে ছোট থেকে বড় হয়েছি তাতে অভিনয় করার সুযোগ পেয়ে আমি ধন্য।” প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ধারাবাহিকে এসিপি প্রদ্যুম্নর ভূমিকাতেই দেখা যাবে পার্থকে। তবে এখন শোনা যাচ্ছে, একটি নতুন চরিত্র, এসিপি অংশুমান হয়ে ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন পার্থ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement