সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ বা ‘চিরশত্রু’ এই শব্দগুলি বলিউডে নতুন নয়৷ বি-টাউনে এমন অনেক শত্রুতার গল্প চাউর ছিল বা এখনও রয়েছে৷ তবে যাঁদের লড়াই সর্বদাই সংবাদ শিরোনামে ছিল তাঁরা হলেন বলিউডের দুই খান, ‘বাদশা’ শাহরুখ ও ‘ভাইজান’ সলমন৷ তাঁদের শত্রুতা সর্বদাই ছিল ‘টক অফ দ্য টাউন’৷ কিন্তু এখন সেসব অতীত৷ সম্পর্কের শিথিলতা কাটিয়ে কাছাকাছি এসেছেন দু’জন৷ ‘বিগ বস’-এর মঞ্চই মিলিয়ে দিয়েছে সিনেমার ‘করণ-অর্জুন’কে৷ শোনা যাচ্ছে আবারও নাকি একই দৃশ্যের সাক্ষী হতে চলেছেন এই দুই খানের অনুরাগীরা৷ আবারও নাকি ‘বিগ বস’এর ঘরে একসঙ্গে প্রবেশ করতে চলেছে শাহরুখ ও সলমন৷
[ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল ‘জিরো’-এর ট্রেলার]
বিগ বস’এর নবম সিজনে প্রথমবার ক্যামেরার সামনে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও সলমনকে৷ এরপর ‘দাবাং খান’-এর বোনের বিয়েতে মূল্যবান উপহার দিয়েছিলেন ‘বাদশা খান’৷ অর্পিতার সঙ্গে তাঁদের দু’জনের আলিঙ্গনরত ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ এরপর কখনও শাহরুখের বাড়ির সামনে দিয়ে সাইকেল চালাতে দেখা গিয়েছে ভাইজানকে বা সলমনের প্রশংসা করতে শোনা গিয়েছে শাহরুখকে৷ বিভিন্ন অ্যাওয়ার্ড মঞ্চেও একসঙ্গে দেখা গিয়েছে দুই খানকে৷ সমালোচকদের মুখে ছাই ঢেলে তাঁরা বুঝিয়ে দিয়েছেন ঝগড়া-ঝামেলা হলেও তাঁদের মধ্যেকার বন্ধুত্ব এখনও আগের মতোই মজবুত৷ একপরেই সলমনের ‘টিউবলাইট’ সিনেমায় একটি গানের দৃশ্যে ক্যামিও করেছেন শাহরুখ৷ আবার বাদশার আসন্ন ছবি ‘জিরো’র একটি গানে ক্যামিও করছেন সলমনও৷
[নতুন সম্পর্কে জড়ালেন সিদ্ধার্থ, সেই মহিলা কে জানেন?]
সূত্রের খবর এবার নাকি ‘জিরো’র প্রচারেই ‘বিগ বস’-এ আসছেন শাহরুখ৷ তাঁর সঙ্গে আসতে চলেছেন এই ছবির দুই নায়িকা, সলমনের বান্ধবী ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা৷ ‘উইক এন্ড কা বার’-এ সলমনের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে দেখা যাবে তাঁদের৷ তবে ঠিক কবে আসছেন তাঁরা অর্থাৎ কোন সপ্তাহান্তে দুই খানকে একসঙ্গে দেখা যাবে সেই বিষয়টি এখনই স্পষ্ট করেনি কালার্স কর্তৃপক্ষ৷ ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘জিরো’৷ ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার৷ অনুরাগীদের প্রশংসাও কুড়িয়েছে ট্রেলারটি৷ যা দেখেই বোঝা যাচ্ছে ক্রিসমাস ও নতুন বছরের ‘ফেস্টিভ সিজন’-এ বক্স অফিসে জমিয়ে দেবেন শাহরুখ-ক্যাটরিনা-অনুষ্কা৷ প্রিয় ‘করণ-অর্জুন’কে দেখার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে, এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দুই খানের অনুরাগীদের মধ্যে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.