ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে নেমেই ছক্কা হাঁকিয়েছেন। একদিকে সাংসদ হয়ে নিজের হুগলি কেন্দ্রের দায়িত্ব সামলাচ্ছেন, অন্যদিকে ‘দিদি নম্বর ১’ শোয়ের সঞ্চালনার দায়িত্ব। শোয়ে প্রতিযোগীদের নানা প্রশ্ন করেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। তবে এবারে তিনি ধরাশায়ী হলেন। তাও আবার ছোট্ট অনুমেঘা কাহালির ‘গুগলি’তে।
‘দিদি নম্বর ১’ (Didi No 1) মানেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাণখোলা হাসি ও প্রতিযোগীদের সঙ্গে জমজমাট আড্ডা ছোটপর্দার দর্শকদের মুগ্ধ করে। তাইতো এত বছর ধরে শোয়ের জনপ্রিয়তা অক্ষুন্ন রয়েছে। সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি তারকারাও শোয়ের অতিথি হয়ে আসেন। নানা মজার মুহূর্ত তৈরি হয়। এমনই এক মজার মুহূর্তের ভিডিও Zee বাংলার পক্ষ থেকে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
বাংলা টেলিভিশনের দর্শকদের প্রিয় শিশুশিল্পী অনুমেঘা (Anumegha Kahali)। ‘হরগৌরী পাইস হোটেল’, ‘নিম ফুলের মধু’র মতো একাধিক সিরিয়ালে নজর কেড়েছে সে। বড়পর্দায় আবার অনুমেঘা হয়েছে ‘কাবুলিওয়ালা’ মিঠুন চক্রবর্তীর আদরের মিনি। তাঁর মিষ্টি হাসি আর পোক্ত সংলাপ দর্শকদের মুগ্ধ করেছে।
View this post on Instagram
ছোট্ট এই তারকাই রথ স্পেশাল এপিসোডে ‘দিদি নম্বর ১’ শোয়ে অতিথি হয়ে এসেছিল। তাকে দেখেই সুর করে রচনা জানতে চান, ‘কোন ক্লাস এখন?’ একই সুরে মেলে জবাব। অনুমেঘা জানায়, তৃতীয় শ্রেণির ছাত্রী সে। এর পরই মজা করে রচনা বলেন, অনুমেঘার প্রিন্সিপাল বলেছেন সে পড়াশোনা করে না। খুদের পালটা প্রশ্ন, “আমার প্রিন্সিপালের নাম বলো!” রচনা বলেন, “প্রিন্সিপালের নাম নিয়ে কথা বলা যায় না। ম্যা’ম বলতে হয়।” এর পরই অনুমেঘার মোক্ষম প্রশ্ন, “তুমি কী করে জানলে আমাদেরই প্রিন্সিপাল ম্যা’ম? সব স্কুলের তো এক হয় না!” এই প্রশ্নে চমকে ওঠেন রচনা। তাঁকে শো থেকে ফোন করতে বলা হয়েছিল বলে পরিস্থিতি সামাল দিতে যান। তাতেই আবার খুদের উল্লাস, “ধরা পড়ে গেছে।” অনুমেঘার এই কাণ্ড দেখেই নেটপাড়ায় মন্তব্য, “কী বুদ্ধি রে বাবা এইটুকু পিচ্চির। আমি হলে তো সব বিশ্বাস করতাম।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.