Advertisement
Advertisement

Breaking News

ঠোঁটের এ কী হাল! নেটদুনিয়ায় কটাক্ষের শিকার সারা

সমালোচনার পালটা কী বললেন অভিনেত্রী?

Sara Khan trolled for plastic surgery
Published by: Sayani Sen
  • Posted:January 13, 2019 6:16 pm
  • Updated:January 13, 2019 6:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে সুন্দর রাখার জন্য অভিনেত্রীরা কত কিছুই না করেন৷ সেই তালিকা থেকে বাদ যাননি টেলিদুনিয়ার বিখ্যাত মুখ সারা খানও৷ আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠার জন্য ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো সমালোচনার শিকার হলেন অভিনেত্রী৷ যদিও তা মুখ বুজে সহ্য করেননি তিনি৷ পালটা জবাব দিলেন সারা৷ তিনি বলেন, ‘‘যে যাই বলুক না কেন তাতে আমার কিছু যায় আসে না৷’’

[গওহর-বিকাশ প্রেমের ‘চুপ’কথা, বলি মহলের গুঞ্জন উড়িয়ে ‘বন্ধুত্বের‘ বুলি]

‘স্বপ্না বাবুল কা বিদায়ী’-এর সাধনা তিনি। অভিনয় জীবনের শুরুতে প্রথম মেগা সিরিয়াল দিয়েই এক্কেবারে সকলের ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন সারা৷ এরপর বেশ কয়েকটি সিরিয়াল কিংবা রিয়ালিটি শো-তেও দেখা গিয়েছে তাঁকে৷ কিন্তু কোনও চরিত্রেই আর সেভাবে মনে দাগ কাটতে পারেননি সারা৷ সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। যেখানে তিনি একেবারে অন্যরকমভাবে সবার সামনে আসেন। সারা খান প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে রব তোলেন নেটিজেনরা৷ পরে অভিনেত্রী যদিও সেকথা স্বীকার করে নেন৷ নেটিজেনদের দাবি যে সত্যি তা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী৷ 

Advertisement

[৮ বছর পর ছোটপর্দায় ফিরছেন ঋ]

তবে সত্যিটা জানিয়ে দিয়ে যে তিনি মুক্তি পেয়েছেন একথা ভাবার কোনও কারণ নেই৷ বরং সমালোচনার শিকার হতে হয়েছে অভিনেত্রীকে৷ অনেকেরই দাবি, প্লাস্টিক সার্জারির আগেই নাকি দিব্যি সুন্দর ছিলেন৷ সুন্দর হতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন৷ প্লাস্টিক সার্জারি ‘ভুল’ হয়েছে বলেও দাবি করেন কেউ কেউ৷ তবে নেটিজেনদের সমালোচনায় ভেঙে পড়ার পাত্রী নন সারা৷ তাঁর পালটা দাবি, যে বা যাঁরা তাঁকে নিয়ে সমালোচনা করছেন, তাঁদের অভিনন্দন। অভিনেত্রী বলেন, ‘‘সমালোচনায় অভ্যস্ত হয়ে গিয়েছি৷’’ 

[দীপিকাকে অ্যাসিড হামলার হুমকি শ্রীসন্থ-অনুরাগীর!]

যদিও নেটদুনিয়ায় এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার সমালোচিত হয়েছেন সারা৷ এর আগে কখনও মালদ্বীপ আবার কখনও দুবাইতে গিয়ে বিভিন্ন রকম ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়েন সারা খান। কখনও বিকিনি পরা ছবি আবার কখনও নগ্ন ছবি ভাইরাল হয়েছে তাঁর৷ নেটদুনিয়ায় বিদ্যুতের গতিতে সেই ছবি ছড়িয়েও পড়েছে৷ নেটিজেনরা তখনও শোরগোল কম করেননি৷ আর ঠিক সেরকমই এবারও প্লাস্টিক সার্জারি করে সমালোচনার শিকার সারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement