Advertisement
Advertisement

Breaking News

Sandipta Sen

ডিসেম্বরে বিয়ে, ইতিমধ্যেই শুরু সন্দীপ্তার আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে?

সন্দীপ্তার বিয়ের খবরে টলিপাড়া সরগরম।

Sandipta Sen shares a glimpse of her first aiburobhat| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 2, 2023 3:25 pm
  • Updated:November 2, 2023 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরে মাসের ৭ তারিখ দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্য়ায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। বিয়ের একমাস বাকি থাকলেও, ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে সন্দীপ্তা সেনের আইবুড়ো ভাতের পর্ব। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।

তা কী কী ছিল সন্দীপ্তার প্রথম আইবুড়ো ভাতের মেনুতে?

Advertisement

সন্দীপ্তার প্রথম আইবুড়ো ভাতের মেনু ছিল একেবারে ছিমছাম। পাঠার মাংস, পোলাও আর রসগোল্লা। সংবাদ মাধ্যমকে সন্দীপ্তা জানিয়েছেন, ”আসলে কাজের চাপ রয়েছে, তার উপর বিয়ে, তাই চাপেই কাটছে আমার। কেনাকাটা অনেকটাই হয়ে গিয়েছে, বিয়ের বেনারসিও কেনা হয়েছে। গতকাল রাতে আমার এক বৌদির বাড়িতে নিমন্ত্রণ ছিল। বলেই দিয়েছিলাম, খুববেশি খাওয়াদাওয়া করতে পারব না। তাই মেনুতে মটন, পোলাও আর রসগোল্লা ছিল। আগামী বেশ কয়েকদিন নিমন্ত্রণ আছে, বুঝতেই পারছি, এভাবেই কাটবে।”

সন্দীপ্তা একেবারেই ডেস্টিনেশন ওয়েডিংয়ে বিশ্বাসী নয়। বরং কলকাতাতেই বিয়ে করছেন। পরিবার ও বন্ধুবান্ধবের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পরবেন সন্দীপ্তা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

[আরও পড়ুন: ‘গুরু’ শাহরুখকে দেখতে মাঝরাতে মন্নতের বাইরে উন্মত্ত জনতা! সামলাতে লাঠিচার্জ পুলিশের]

সাজসজ্জাও ছিমছাম। সংবাদমাধ্যমকে সন্দীপ্তা জানিয়েছেন, বিয়েতে তিনি বাঙালি কনের সাজেই সাজবেন। পরবেন গোলাপি রঙের কাতান সিল্ক বেনারসি। সঙ্গে থাকবে মানানসই সোনার গয়না।

বহুদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গেই বিয়ে করছেন সন্দীপ্তা। সৌম্য হইচই ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসার পদে রয়েছেন।

২০০৭ সালে দুর্গা ধারাবাহিক থেকে অভিনয়ে কেরিয়ার শুরু করেন সন্দীপ্তা (Sandipta Sen)। প্রথম ধারাবাহিক থেকেই নজর কেড়েছিলেন তিনি। আর জনপ্রিয়তার সঙ্গে সঙ্গেই সন্দীপ্তাকে নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জনও শুরু হয়। তাঁর প্রেম, বিয়ে নিয়েও মাঝে মধ্যে নানা খবর রটে। সেই সব গুঞ্জনে ইতি টানতেই প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। তবে এবার আর প্রেম নয়, বরং সন্দীপ্তার বিয়ের খবরে টলিপাড়া সরগরম।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র টিজারে ৫৮-কে তুড়ি মেরে ওড়ালেন শাহরুখ, তেইশের ‘পিকচার অভি বাকি হ্যায়’!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement