Advertisement
Advertisement

‘বিগ বস’ সঞ্চালনার জন্য প্রথম পছন্দ ছিলেন না! এ কী কথা সলমনের?

তবে কে ছিল প্রথম পছন্দ, জানেন?

Salman Khan thanks Shah Rukh Khan for Bigg Boss
Published by: Tanujit Das
  • Posted:September 5, 2018 8:13 pm
  • Updated:September 5, 2018 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাতেই রয়েছে ‘প্রিয় বন্ধু’ চরম শত্রুতে পরিণত হলে তার চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না৷ যার জলজ্যান্ত প্রমাণ শাহরুখ খান ও সলমন খান৷ তাঁদের শত্রুতার মাত্রা একটাই ভয়ঙ্কর ছিল যে, সেই বিষয়ে মুখ খুলতেই ভয় পেতেন বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্ব৷ তবে এখন সেই সব দিন অতীত৷ আবারও বন্ধুত্বের রাস্তায় হাঁটতে শুরু করেছেন বলিউডের দুই খান৷ তাঁদের একে অপরকে নিয়ে মজা করতে শোনা যায় তাঁদের৷ পরস্পর পরস্পরের ভাল কাজের প্রশংসা করেন৷ এমনকি শাহরুখের আসন্ন ছবি ‘জিরো’তে ক্যামিও হিসাবেও দেখা যাবে সলমনকে৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল৷ তবে এবার, শাহরুখের প্রতি সৌজন্য দেখিয়ে সলমন এমন একটা তথ্য প্রকাশ্যে আনলেন যা অবাক করেছে দুই খানের অনুরাগিদের৷ স্তম্ভিত গোটা বলিউডও৷ প্রকাশ্যে ‘ভাইজান’ জানান, ‘বাদশা’র জন্যই নাকি তিনি বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করার সুযোগ পেয়েছেন৷

 

[অনুরাগ আর প্রেরণার সঙ্গে পরিচয় করালেন শাহরুখ, শোনালেন তাঁদের প্রেমকাহিনি]

সম্প্রতি গোয়াতে হয়ে গিয়েছে বিগ বসের নয়া সিজনের সাংবাদিক বৈঠক৷ সেখানে শোয়ের নির্মাতাদের সঙ্গে যোগ দেন সলমন খান৷ সেখানেই এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন ‘দাবাং খান’৷ সলমনের আগে রিয়্যালিটি শোটির সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে আরশাদ ওয়ারসি, শিল্পা শেট্টি ও অমিতাভ বচ্চনকে৷ সলমন জানান, অমিতাভ বচ্চনের পর এই শোয়ের সঞ্চালনার জন্য প্রস্তাব যায় বলিউডের বাদশার কাছে৷ কিন্তু ব্যস্ত সিডিউল ও কাঁধের অপারেশনের জন্য সেই প্রস্তাব ফিরিয়ে দেন শাহরুখ৷ এরপর প্রস্তাব আসে তাঁর কাছে৷ সেই প্রস্তাব ফেরাননি তিনি৷ সলমন জানান, সম্প্রতি এই তথ্যটি জেনেছেন তিনি৷ এরপরেই শাহরুখের প্রতি কৃতজ্ঞতা চেপে রাখতে চাননি৷ ফলে সাংবাদিক সম্মেলনেই তা বহিঃপ্রকাশ করেন ভাইজান৷

[আজ শুরু ‘কৌন বনেগা ক্রোড়পতি’, জানেন কী চমক থাকছে?]

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিগ বসের দ্বাদশ সিজন৷ প্রতিবারের মতো এবারও শোয়ে থাকছে নয়া চমক৷ এই সিজনে থাকছে অদ্ভুত কয়েকটি জুটি। এবারের সিজনে মোট ২১ জন প্রতিযোগী থাকছে। এর মধ্যে ৩ জন তারকা দম্পতি ও ৩ জন সাধারণ দম্পতি থাকবেন। বাকি ৯ জন প্রতিযোগীর মধ্যে ৩ জন তারকা ও ৬ জন সাধারণ মানুষ থাকছেন। মুক্তি পেয়েছে শোয়ের একাধিক প্রোমো৷ যা থেকে বোঝাই গিয়েছে, এবারের থিম ‘গুজব’। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement