সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ খানেক হয়েছে ‘বিগ বস OTT’র ঘরে। এর মধ্যেই সলমন খানের (Salman Khan) ধমক খেলেন নওয়াজউদ্দিন সিদ্দিক স্ত্রী আলিয়া (বিচ্ছেদের মামলা এখনও চলছে)। নিজের বিবাহিত জীবন নিয়ে শোয়ে আলোচনা করেছিলেন। তাতেই ভাইজানের বিরাগভাজন হন তিনি।
‘উইকএন্ড কা ভার’-এ ‘দাবাং’ সঞ্চালক সলমন। সপ্তাহান্তের বিশেষ পর্বে তিনি কাউকে রেয়াত করেন না। তার উপরে আবার নওয়াজের সঙ্গে সুপারস্টারের সম্পর্ক বেশ ভাল। ‘বজরঙ্গী ভাইজান’, ‘কিক ২’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জনে। শনিবার তিনি আলিয়াকে বলেন, “ভাল করে শুনে নাও, তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কারও কোনও মাথাব্যথা নেই। যদি ভেবে থাকো যে এই শোয়ে এ নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবে জেনে রাখো এসব কিন্তু চলবে না।”
আলিয়াকে উদ্দেশ্য করেই আবার সলমন বলেন, “তুমি ঘরের আর বাইরে এ নিয়ে প্রচুর কথা বলেছো। সবাইকে ধরে ধরে নিজের মতামত ব্যক্ত করেছো। কিন্তু আমি স্পষ্ট করে বলে দিই এসব আর চলবে না। তোমার স্বামী, শাশুড়ি, ননদ কিংবা অন্যন্য আত্মীয়দের নিয়ে কোনও কথা বলবে না।”
প্রসঙ্গত, নওয়াজের সঙ্গে তাঁর স্ত্রী আলিয়ার সম্পর্কের তিক্ততা এখন সকলেই জেনে গিয়েছেন। সম্প্রতি আলিয়ার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নওয়াজউদ্দিনের মা মেহেরুন্নিসা সিদ্দিকি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-বউমার। তাই নিয়েই চরমে পৌঁছায় ঝামেলা। তারই মধ্যে আবার দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হন নওয়াজ ঘরনি আলিয়া। দাবি, ছোট ছেলেকে নিজের সন্তান বলে মানতে নারাজ অভিনেতা। এর মধ্যেই আবার সোশ্যাল মিডিয়ায় বিশেষ বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন আলিয়া। তাতে আবার একজন মন্তব্য করেছিলেন ‘নিজের পদবীটা পালটে ফেলুন এবার।’ পালটা জবাব দিয়ে নওয়াজের স্ত্রী লেখেন, “খুব তাড়াতাড়িই করে ফেলব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.