সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই অসুস্থ টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁকে ভরতি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। তা হঠাৎ কী হল অভিনেত্রীর?
সংবাদমাধ্যমকে সৈরিতি জানিয়েছেন, বৃহস্পতিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ি। চোখ খুলতে পারছিলাম না। ওষুধ খাওয়ার পরেও শরীর ভাল লাগছিল না। তাই শুক্রবারেই হাসপাতালে ভরতি হই। ডিহাইড্রেশন হয়ে গিয়েছে। তবে আপাতত সুস্থ আছি। কিন্তু এখনই চিকিৎসকরা হাসপাতাল থেকে ছাড়বেন না। ইনস্টাগ্রামে হাসপাতালের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
আপাতত শুটিং বন্ধ রেখেছেন সৈরিতি। একেবারে সুস্থ হয়েই শুটিংয়ে ফিরবেন তিনি। মেয়ে হওয়ার কারণে বেশ কয়েকদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। কয়েকদিন আগে নীল ও তৃণার সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল সৌরিতিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.