Advertisement
Advertisement
Adrija Roy

টিআরপিতে রোজ মুখ পোড়াচ্ছে ‘ইমলি’! বন্ধ হচ্ছে অদ্রিজার হিন্দি ধারাবাহিক

গত বছর সেপ্টেম্বর মাসে ‘ইমলি’র শুটিং ফ্লোরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল।

Sai Ketan Rao And Adrija Roy’s Imlie To Go, Confirms Producer
Published by: Akash Misra
  • Posted:April 30, 2024 4:01 pm
  • Updated:April 30, 2024 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক্কা চার বছর। আর চার বছরেই অভিনয়ে সুখ্যাতি পেলেও, টিআরপির দৌড়ে হার মানল ধারাবাহিক ইমলি। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়ের এই হিন্দি সিরিয়াল এবার বন্ধ হতে চলেছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দিন দিন টিআরপির গ্রাফ নিম্নমুখী হওয়ার কারণেই বন্ধ হচ্ছে এই ধারাবাহিক। ২০২০ সালে স্টারপ্লাসের পর্দায় শুরু হয়েছিল ‘ইমলি’র যাত্রা। 

অনেক দিন হল কলকাতা থেকে মুম্বইয়ের কাজে মন দিয়েছেন অভিনেত্রী অদ্রিজা রায়। একটি সিরিয়াল শেষ হওয়ার পর ইতিমধ্যেই নতুন সিরিয়াল শুরু করেছেন নায়িকা। হিন্দি সিরিয়াল ইন্ডাস্ট্রিতে এখন অদ্রিজার পরিচয় ইমলি নামে।

Advertisement

[আরও পড়ুন: ‘দিদি নম্বর ১’ থেকে শাড়ির ব্যবসা, কত কোটির সম্পত্তি? হলফনামা দিলেন রচনা ]

গত বছর সেপ্টেম্বর মাসে ‘ইমলি’র শুটিং ফ্লোরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। শুটিং করার সময় বিদ্যুতের শক লেগে প্রাণ হারিয়েছেন ২৭ বছর বয়সি লাইটম্যান। গোটা ঘটনায় ক্ষুব্ধ ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন’। এমনকী, প্রশ্ন উঠেছিল শুটিং ফ্লোরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। সেই দুর্ঘটনাকে কাটিয়ে ভালো চলছিল ইমলির শুটিং। এবার খবর পুরোপুরি বন্ধ হচ্ছে এই ধারাবাহিক।

[আরও পড়ুন: বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী মুম্বই কাঁপাচ্ছেন! চেনেন পত্রালিকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement