সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়সকে ফুৎকারে উড়িয়ে ছোটপর্দায় ফিরছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। আবারও লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালে দেখা যাবে প্রবীণ অভিনেত্রীকে। চলতি মাসেই শুটিং শুরু হওয়ার কথা। লীনার নতুন এই ধারাবাহিকে থাকছে আরও চমক। জুটি হিসেবে দেখা যাবে সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষকে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন লাভলি মৈত্র।
‘সোনার হরিণ’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘ইষ্টি কুটুম’, ‘জল নূপুর’, ‘শ্রীময়ী’, ‘খড়কুটো’, ‘বালিঝড়’-এর মতো একাধিক সিরিয়াল দর্শকদের উপহার দিয়েছেন লীনা। এবার তিনি ক্যামেরার সামনে ফুটিয়ে তুলবেন এক অসম বয়সের প্রেমের গল্প। এমনই আভাস কাহিনি এবং চিত্রনাট্যকার দিয়েছেন এক সংবাদমাধ্যমকে।
লীনার ‘বালিঝড়’ সিরিয়ালেই শেষবার সাবিত্রী চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এবার নতুন ধারাবাহিকের পালা। ধারাবাহিকের নাম এখনও জানা যায়নি। তবে ২০-২১ ডিসেম্বরই শুটিং শুরু হয়ে যাবে বলে শোনা গিয়েছে। আর সেই সুবাদেই বহুদিন পর লাভলি মৈত্রকে ফ্লোরে পাওয়া যাবে। লীনার ‘জল নূপুর’ সিরিয়ালের সৌজন্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন লাভলি। তার পর তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ে বিধায়ক হন তিনি। সেই কাজের ফাঁকেই শুটিং করবেন বলে খবর।
প্রসঙ্গত, অপরাজিতা ঘোষের সঙ্গে ঋষি কৌশিকের রসায়ন দর্শকদের বেশ পছন্দের। ‘কুসুম দোলা’র মতো সিরিয়ালের মাধ্যমে এই জুটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এখনও দর্শকের মনে তা অমলিন। সেই জাদু কি সুদীপ-অপরাজিতা জুটি ফিরিয়ে আনতে পারবেন? তা ভবিষ্যতেই জানা যাবে। ঋষি কৌশিক এখন হিন্দি সিরিয়ালের সঙ্গে যুক্ত। তাই তাঁকে এখন পাওয়া যাবে না বলেই সংবাদমাধ্যমকে জানান লীনা গঙ্গোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, সুদীপ মুখোপাধ্যায়, অপরাজিতা ঘোষ ছাড়াও নতুন এই সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনসূয়া মজুমদার, রেশমি সেন, চন্দন সেন, ঐশী, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হাজারি, মালবিকা সেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.