Advertisement
Advertisement

Breaking News

Rupali Ganguly

মোদি সাক্ষাতে সপ্তম স্বর্গে রুপালি গঙ্গোপাধ্যায়, ‘শিবের কৃপাতেই’ লোকসভার প্রার্থী?

আচমকাই কেন অভিনেত্রীর দিল্লি সফর?

Rupali Ganguly says she's 'on cloud nine' after meeting PM Modi
Published by: Sandipta Bhanja
  • Posted:March 9, 2024 4:50 pm
  • Updated:March 9, 2024 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ ক্যাম্পেইনের মুখ ছিলেন রুপালী গঙ্গোপাধ্যায়। ‘আত্মনির্ভর ভারত’ গড়ার স্বপ্নে প্রধানমন্ত্রীর মন্ত্র ছড়িয়ে দিয়েছিলেন হিন্দি সিরিয়ালের ‘অনুপমা’। মোদি (PM Narendra Modi) খোদ তাঁর ভিডিও শেয়ার করে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এবার লোকসভা ভোটের প্রাক্কালে আচমকাই দিল্লিতে মোদির সঙ্গে দেখা করে এলেন রুপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ রুপালি। নিজেকে মোদির অন্ধভক্ত বলেও ঘোষণা করেছেন একাধিকবার। গতবছর ‘ভোকাল ফর লোকাল’ ক্যাম্পেইনের দূত হতে পেরে বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন অভিনেত্রী। আর এবার সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে রুপালি একেবারে সপ্তম স্বর্গে। শিবরাত্রির দিনই নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন তিনি। আর শনিবার মুম্বই বিমানবন্দরে পা রাখতে না রাখতেই রুপালি গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে বাঁধভাঙা উচ্ছ্বাস।

Advertisement

‘অনুপমা’ অভিনেত্রী নিজেই জানালেন, “আমার তো মাটিতে পা-ই পড়ছে না। আমি সপ্তম স্বর্গে। মহাশিবরাত্রিতে মহকাল বাবা এত ভালো উপহার দিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। জীবনে ভুলব না এই সাক্ষাতের কথা।” উল্লেখ্য, চব্বিশের লোকসভা আসন্ন। ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে। সেই আবহেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে রুপালি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। জল্পনা, অভিনেত্রীকে হয়তো প্রার্থী করতে পারে বিজেপি। কিংবা প্রচারের ময়দানে তারকামুখ হিসেবে দেখা যেতে পারে রুপালী গঙ্গোপাধ্যায়কে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement