ছবি ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তী। টলিউডের অন্যতম চর্চিত কাপল। দুজনের বয়সের ব্যবধান ২৫ বছর হলেও তাঁদের প্রেম বরাবরই অনুরাগীদের নজর কেড়েছে। ১০ বছরের বিবাহিত জীবনে তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। এমনকী জিবলি আর্টের ট্রেন্ডে ভেসেছিলেন সপরিবারে। আচমকাই বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন এই দম্পতি। ঠিক কী কারণে বিচ্ছেদের পথে হাঁটছেন এই দম্পতি?
শনিবার পৃথা নিজের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে সে কথা ঘোষণা করেছেন। এদিন তিনি নিজের পোস্টে লিখেছেন, ‘আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনি ভাবে বিবাহবিচ্ছেদ নিলাম। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব।’ পৃথার এই ঘোষণায় হতবাক টেলিপাড়া থেকে অনুরাগী মহল সকলেই।
উল্লেখ্য, কিছুদিন আগে ছোটপর্দায় এক গেম শো ‘ইস্মার্ট জোড়ি’তে অংশ নিয়েছিলেন এই দম্পতি। সেখানে তাঁদের রসায়ন ভালোই নজর কেড়েছিল দর্শকদের। বয়সের বিস্তর ব্যবধানকে উপেক্ষা করেই এই জুটি একে অপরের সঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেয়। অভিনেত্রী দামিনী বেণি বসুর সঙ্গে প্রথমবার ডিভোর্সের পর সুদীপ আবার পৃথার সঙ্গে ঘর বাঁধেন। বর্তমানে অভিনেতাকে ‘চিরসখা’ ধারাবাহিকে ‘স্বতন্ত্র’র ভূমিকায় দেখা যাচ্ছে। পৃথার আচমকা বিচ্ছেদ ঘোষণার কারণ এখনও অজানা। অভিনেতা সুদীপও এখনও এই বিষয়ে মুখ খোলেননি। জানা গেছে, তিনি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত। ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.