Advertisement
Advertisement
Rubina Dilaik

‘মাঝরাত পর্যন্ত বাজি ফাটানো বন্ধ করুন’, পোস্ট করতেই রুবিনা দিলাইককে ‘হিন্দুবিরোধী’ তোপ নেটপাড়ার

পালটা দিলেন অভিনেত্রীও।

Rubina Dilaik Called ‘Anti-Hindu’ for Posting ‘Stop Bursting Firecrackers’। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 16, 2023 7:20 pm
  • Updated:November 16, 2023 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত সময় যাচ্ছে ততই সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের মতো অপসংস্কৃতির দাঁত-নখ আরও ধারালো হচ্ছে! এবার সবাইকে শব্দবাজি ফাটাতে বারণ করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী রুবিনা দিলাইক। শুনতে হল তিনি ‘হিন্দু-বিরোধী’! এমন কটাক্ষ অবশ্য চুপ করে মেনে নেননি অভিনেত্রী। সটান আক্রমণ করেছেন।

ঠিক কী হয়েছিল? বুধবার রুবিনা (Rubina Dilaik) তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘দিওয়ালি (Diwali) শেষ হয়ে গিয়েছে। এবার বাজি ফাটানো বন্ধ করুন। ১০ নভেম্বর থেকে লাগাতার বাজি ফেটেই চলেছে রাত ৩টে পর্যন্ত। যথেষ্ট হয়েছে। বায়ুদূষণ তো আছেই, শব্দদূষণ আমাদের ঘুমকে খুন করছে…’

Advertisement

[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]

রুবিনার এহেন পোস্ট ঘিরে বিতর্ক ঘনায়। এক নেটিজেন লেখেন, ‘আপনার হিন্দুবিরোধী প্রোপাগন্ডা বন্ধ করুন। এখনই ডিলিট করে দিন টুইটটা। নিজের বাড়িতে এসি ব্যবহার বন্ধ রাখুন। বিএমডবলিউ অডি গাড়ি ব্যবহার করা ছেড়ে দিন।’ এমনই নানা মন্তব্যে ভরে ওঠে সোশাল মিডিয়া। 

কিন্তু এই ধরনের সমালোচনা মুখ বুজে মেনে নেননি টেলিভিশন অভিনেত্রী। তিনি লেখেন, ‘হিন্দুবিরোধী! আপনাদের মাথার ঠিক আছে তো? আপনাদের থেকে বেশি উৎসব পালন করি আমি। কিন্তু অন্যদের অসুবিধার সৃষ্টি করি না।’ পাশাপাশি বিরোধী নেটিজেনদের খোঁচা মেরে তিনি লেখেন, ‘দিওয়ালি আলোর উৎসব। রামচন্দ্রের অযোধ্যায় ফেরাকে উদযাপন করতেই যা পালন করা হয়। রামায়ণে কিন্তু ১০ দিন ধরে বাজি ফাটানোর কথা বলা নেই। যা করছে আপনাদের মতো ছদ্ম-হিন্দুর দল!’

বহু সময়ই সেলেব্রিটিদের ট্রোলের মুখে পড়তে হয়। অধিকাংশ সময়ই তাঁরা চুপ করে থেকে বিষয়টি এড়িয়ে যান। কিন্তু রুবিনা নেটিজেনদের কটাক্ষের মুখে পালটা মন্তব্য করলেন। ‘হিন্দুবিরোধী’র পালটা ‘ছদ্ম-হিন্দু’ তোপে আক্রমণ শানালেন।

[আরও পড়ুন: মোদির চোখে জল, ‘ঠিক যেন তেরে নাম-এর সলমন খান!’, কটাক্ষ প্রিয়াঙ্কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement