Advertisement
Advertisement
Rubel Das

শুটিং সেটে গুরুতর জখম রুবেল! সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন প্রেমিকা শ্বেতা?

রুবেলের ছবি শেয়ার করেই মনের কথা লিখেছেন শ্বেতা।

Rubel Das reportedly injured, 'Get well soon', says Sweta Bhattacharya | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 19, 2023 3:10 pm
  • Updated:July 19, 2023 3:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং সেটে দুর্ঘটনা। তাতেই গুরুতর জখম হয়েছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। এমন খবর শোনা যাচ্ছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের ছবি শেয়ার করে তাঁর আরোগ্য কামনা করেছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)।

 

Advertisement

ইনস্টাগ্রামে রুবেলের দু’টি ছবি শেয়ার করেছেন শ্বেতা। ক্যাপশনে লিখেছেন, “আমার চ্যাম্প তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার দুরন্ত সাহস। আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি। তুমি ভাল তাই তোমার সাথে কোনও খারাপ হবে না। শুধু কয়েকটা দিনের অপেক্ষা। লাভ ইউ বাবাই। আমি সবসময় তোমার সঙ্গে আছি।”

[আরও পড়ুন: ঠোঁটের আকৃতি নিয়ে লাগাতার কপিল শর্মার বাঁকা কথা, ভেঙে পড়েন সহ-অভিনেত্রী সুমনা]

শ্বেতার এই পোস্টের পরই রুবেলের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। আচমকা কী হল? এই প্রশ্ন উঠতে থাকে। শোনা গিয়েছে, ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের শুটিং করতে গিয়েই চোট পান রুবেল। একটি অ্যাকশন দৃশ্য অভিনেতার বাসের উপর থেকে লাফ দেওয়ার কথা ছিল। তাতেই ঘটে বিপত্তি।

Rubel

শোনা যাচ্ছে, বেকায়দায় পড়ে গিয়ে দু’টি পায়েই রুবেল চোট পেয়েছেন। প্লাস্টারও করা হয়েছে। আপাতত অভিনেতাকে ছ’সপ্তাহের বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসক। প্রয়োজনে নাকি অস্ত্রোপচারও করাতে হতে পারে। বেপরোয়া’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেছিলেন রুবেল। পরে ছোটপর্দায় কাজ শুরু করেন ‘ভানুমতীর খেল’ সিরিয়ালের মাধ্যমে। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। শ্বেতাকে শেষ ‘সোহাগ জল’ ধারাবাহিকে দেখা গিয়েছে। আর রুবেল এখন ‘নিম ফুলের মধু’র সৃজন। যার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

[আরও পড়ুন: বিচ্ছেদ ঘোষণার পরই বড়পর্দায় বড় ব্রেক নবনীতার! ব্যাপার কী? জানালেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement