Advertisement
Advertisement
Rubel-Sweta

পরিবারের আশীর্বাদ নিয়েই শ্বেতা-রুবেলের আংটিবদল, বিয়ে কবে?

এদিন বাংলা টেলিভিশনের তারকা যুগলের আশীর্বাদের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে।

Rubel Das and Sweta Bhattacharya got engaged

ছবি: বার্ডলেন্স ক্রিয়েশনস

Published by: Suparna Majumder
  • Posted:December 16, 2024 12:32 pm
  • Updated:December 16, 2024 12:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরশেষেই নতুন শুরু। পরিবারের আশীর্বাদ নিয়ে বাগদান সারলেন বাংলা টেলিভিশনের তারকা যুগল শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। আগামী বছরের জানুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধবেন দুজন। এমনই খবর শোনা যাচ্ছে। তাঁর আগে রবিবার ঘরোয়া আয়োজনে হয়ে গেল আংটি বদলের অনুষ্ঠান। এদিন দুজনের আশীর্বাদের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। শ্বেতা শেয়ার করেছেন ভিডিও।

Rubel-Sweta-2
ছবি: বার্ডলেন্স ক্রিয়েশনস

‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা।

Advertisement

একে অন্যকে চোখে হারান তারকা যুগল। নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন। এর আগে শোনা গিয়েছিল, ২০২৫ সালের ১৯ জানুয়ারি বিয়ে সারবেন শ্বেতা-রুবেল। তবে সেই সময় এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা বলেছিলেন, “যা শোনা যাচ্ছে তা ঘটনা নয় শুধুই রটনা। হ্যাঁ, বিয়ের পরিকল্পনা অবশ্যই আছে। ২০২৫ সালে করার চিন্তাভাবনাও রয়েছে। তবে দিনক্ষণ এখনও নিশ্চিত করা হয়নি। যদি তেমন কিছু হয় জানতে তো পেরেই যাবে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sweta Mou Bhattacharya (@bhattacharya.sweta21)

বিয়ের তারিখ এখনও জানা যায়নি। তবে অনুষ্ঠান যখন শুরু হয়ে গিয়েছে, সেই শুভক্ষণের আর খুব বেশি দেরি নেই বলেই আন্দাজ। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজনকে (রুবেল অভিনীত চরিত্র) নতুনভাবে দেখা যাচ্ছে। ওদিকে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলী (শ্বেতা অভিনীত চরিত্র) ও অনিকেতের (রণজয় বিষ্ণু) মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। রিল লাইফে যতই টানাপোড়েন চলুক, বাস্তব এখন মধুরেণ সমাপয়েতের অপেক্ষায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement