Advertisement
Advertisement

Breaking News

Roshni Bhattacharyya

কালো মনোকিনিতে নেশাতুর চোখ, জন্মদিনের পোস্টে আগুন ঝরালেন রোশনি

বিন্দাস মেজাজে জীবনের ২৯তম বছরে 'গোধূলি আলাপ'-এর রোহিনী।

Roshni Bhattacharyya shares bold birthday picture | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 28, 2023 5:28 pm
  • Updated:August 28, 2023 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ বছরে পা দেওয়া তো মুখের কথা নয়। সেলিব্রেশন ‘বস’-এর মতো হতে হয়। তাই-ই করলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharyya)। কালো মনোকিনিতে পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই যেন অনুরাগীদের মনে ‘নেশা লাগিল’।

Roshni-Bhattacharyya

Advertisement

রবিবার নিজের এই ছবি শেয়ার করেছেন রোশনে। ক্যাপশনে লিখেছেন, “একেবারে বস-এর মেজাজে জীবনের ২৯তম বছরে পা – এক বছরের বুদ্ধিমত্তা, দু’বছরের ঔদ্ধত্য! কুড়ির কোটার এই শেষ বছরটার জন্য একেবারে তৈরি। দেখে নেব যা হবে, ভাবখানা এমনই।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Roshni Bhattacharyya Sen (@bhattacharyya.roshni)

[আরও পড়ুন: ‘সহজ পাঠের গপ্পো’র এত বছর পরও কেন শুরু হল না নতুন ছবির কাজ? জবাব দিলেন পরিচালক ]

সেন্ট জেভিয়ার্স থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন রোশনি। কলেজে পড়ার সময় সৃজিত মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে অল্প কয়েকদিনের জন্য কাজ করেছিলেন। সে সময় ‘জুলফিকর’-এর শুটিং চলছিল। কিন্তু রোশনিকে পড়াশোনা শেষ করতে হত। তাই ফ্লোর থেকে কলেজে ফেরেন অভিনেত্রী। পরে আবার সৌন্দর্য প্রতিযোগিতা ও বিজ্ঞাপনের মাধ্যমে কেরিয়ার শুরু করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Roshni Bhattacharyya Sen (@bhattacharyya.roshni)

স্টার জলসার থেকে প্রথম সিরিয়ালের অফার পান রোশনি। সময়ের সঙ্গে বাংলা টেলিভিশনে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। যে রোশনি ‘করুণাময়ী রানি রাসমণি’র মিষ্টি জগদম্বা ছিলেন, সেই রোশনিই আবার ছিলেন ‘গোধূলি আলাপ’ সিরিয়ালের কুচুটে রোহিনি। তবে এখন বড়পর্দায় দেখা যাবে রোশনিকে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন রোশনি। এছড়াও ছবিতে রয়েছে গৌরব চট্টোপাধ্যায়, লাবণী সরকার, শিবাশিস মুখোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, ভিজে জিনা।

[আরও পড়ুন: চাঁদে জমি কিনলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন চুক্তিপত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement