সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ধারাবাহিকে নজর কেড়েছেন রুকমা রায়। ‘লালকুঠি’, ‘খড়কুঠো’, ‘দেশের মাটি’। এই তিন ধারাবাহিকেই দর্শকদের মন কেড়েছেন রুকমা। তবে লালকুঠি শেষ হয়েছে বহু আগেই। ধারাবাহিকে রাহুল-রুকমা জুটিও ভেঙেছে। দর্শকদের মগজে প্রশ্ন ঘুরছিল রুকমা কেন ফিরছেন না!
নতুন খবর হল একেবারে ‘লালকুঠি’ ধারাবাহিকের পর ফের টিভি পর্দায় দেখা যাবে রুকমাকে। সান বাংলার নতুন ধারাবাহিক ‘রূপসাগরে মনের মানুষ’-এ একেবারে নতুন অবতারে আসতে চলেছেন রুকমা। প্রকাশ্য়ে এসেছে এই ধারাবাহিকে রুকমার লুক। পরনে হালকা নীল রঙের চুড়িদার, খোলা চুল, খুবই হালকা মেকআপে দেখা গিয়েছে রুকমাকে।
তবে এই ধারাবাহিকে রুকমার সঙ্গে থাকছেন না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বরং খবর অনুযায়ী, এই ধারাবাহিকে একেবারে নতুন অভিনেতাকে দেখা যাবে রুকমার বিপরীতে। তবে শুধু রুকমা নয়। বহুদিন পর এই ধারাবাহিকের মধ্য়ে দিয়েই ফের ছোটপর্দায় ফিরছেন অঞ্জনা বসু। সব কিছু ঠিকঠাক চললে জুন মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে শুটিং। জুলাইয়ে সম্প্রচার শুরু হওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.