সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৫৮। তিনসন্তানের বাবা। ফের ছাদনতলায়! হ্যাঁ, এমনই কাণ্ড ঘটিয়ে ফেললেন বলিউড অভিনেতা রনিত রায়। জানেন রনিতের পাত্রী কে?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। জোয়ানা নামে এক মহিলার সঙ্গে প্রথম বিয়ে হয় রনিতের। জোয়ানা ও রনিতের একটি কন্যা সন্তানও রয়েছে। তার পর ২০০৩ সালে অভিনেত্রী নীলম সিংকে বিয়ে করেন তিনি। রনিত ও নীলমের রয়েছে একটি কন্যা ও একটি পুত্রসন্তান। তিন সন্তানের বাবা ফের বিয়ে করলেন! এখানেই রয়েছে টুইস্ট। আসলে ২০ বছর হয়েছে, রনিত ও নীলমের বিয়ের। আর সেই উপলক্ষ্যেই নীলমকে ফের বিয়ে করলেন রনিত। হল মালাবদল, সাত পাকে ঘোরা। সন্তানদের সামনেই নিজের স্ত্রীয়ের গলায় ফের মালা দিলেন রনিত।
View this post on Instagram
রনিত সেই বিয়েরই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। অভিনেতা ক্যাপশনে লিখলেন, ‘মুঝসে শাদি করোগি?’
বলিউড ছবি থেকে টেলিভিশন। রনিত রায় রীতিমতো একজন তারকা। ‘কসৌটি জিন্দেগি কি’- ধারাবাহিকের মিস্টার বাজাজ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন তিনি। অনুরাগীরা তাঁকে টেলিভিশনের বিগ বি বলেও সম্বোধন করেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.