Advertisement
Advertisement

Breaking News

এই জনপ্রিয় বাংলা ধারাবাহিকে এবার দেখা যাবে ঋ-কে

দর্শকদের আগ্রহ তুঙ্গে।

Rii to feature in Bengali serial
Published by: Sulaya Singha
  • Posted:November 6, 2018 8:49 pm
  • Updated:November 6, 2018 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কসমিক সেক্স’ ছবিতে সিনেপ্রেমীদের মনে ঝড় তুলেছিলেন। সেই ঋতুপর্ণা সেন অর্থাৎ ঋ এবার ধরা দেবেন ছোটপর্দায়। বাংলা টেলি-দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ‘জয় কালি কলকাত্তাওয়ালি’। শোনা যাচ্ছে, সেই ধারাবাহিকেই এবার দেখা যাবে ঋ-কে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা ভালই জানেন, এখানে গৃহবধূর চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায় একটি করে সমস্যার সমাধান করে। যার সঙ্গে অবশ্যই যোগ থাকে সিরিয়ালের মূল কাহিনির। তেমনই একটি নতুন গল্পের মধ্যে ঢুকে পড়েছেন ঋ। যাঁর চরিত্রই ঘটনাকে এগিয়ে নিয়ে যাবে। অনন্যা সে বিষয়টিও সমাধান করতে পারেন কিনা, নাকি ঋ কোনওভাবে বাধা হয়ে দাঁড়ান, এবার সেটাই রহস্য। জনপ্রিয় এই ধারাবাহিকে অনন্যার বিপরীতে রয়েছেন বিশ্বনাথ বসুও।

[অন্তর্বাসে দীপাবলির শুভেচ্ছা, সোশ্যাল মিডিয়ায় বিতর্কে দিশা]

ছোটপর্দাতেই অভিনয় জগতে পা রেখেছিলেন ঋ। তারপর একাধিক বাংলা টেলিফিল্মেও কাজ করেছেন। এরপর অবশ্য টেলিভিশন থেকে বিরতি নিয়ে রুপোলি পর্দায় মন দেন। সেখানেও নজর কাড়েন দর্শকদের। অটোগ্রাফ, কয়েকটি মেয়ের গল্প, তাসের দেশ, গান্ডু, কসমিক সেক্স, লুডোর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। মাঝে ‘বিগ বস বাংলা’ রিয়ালিটি শোয়ে অংশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। যদিও কোনও সমালোচনাই গায়ে মাখেন না তিনি। আপন গতিতেই এগিয়ে চলেছেন। দীর্ঘদিন পর সেই ঋ ফিরছেন ছোটপর্দায়। তিনি ফিরলে যে এই ধারাবাহিক আরও জমে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement

[ধর্মীয় ভাবাবেগে আঘাত! ‘জিরো’ ছবির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ দিল্লির বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement