সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় (RG Kar Hospital Case) তোলপাড় গোটা দেশ। প্রায়দিনই বিচার চেয়ে পথে নামছেন মানুষজন। তারকারাও বাদ নেই। সোশাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড়। আর এই ঘটনায় আতশকাচের নিচে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। নাম না করে তাঁকে চূড়ান্ত ব্যঙ্গ করলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee)।
আর জি কর কাণ্ডে শুরু থেকেই সোচ্চার মৈনাক। ১৪ আগস্টের ‘রাত দখল’ অভিযানেও যোগ দিয়েছিলেন বাংলা টেলিভিশনের তারকা। স্ত্রীর সঙ্গে গিয়েছিলেন তিনি। শুক্রবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে অভিনেতা লেখেন, “অত এদিক-ওদিক পোস্টিং না দিয়ে সোজা স্বাস্থ্যমন্ত্রী করে দিন না! তাহলেই তো হয়…।” সন্দীপ ঘোষকে ব্যঙ্গ করেই যেন অভিনেতার এই পোস্ট।
একাধিক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। শুক্রবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে। আর জি কর থেকে পদত্যাগ করতেই তাঁকে ন্যাশনাল মেডিক্যালের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাতেই যেন বিক্ষোভের আগুনে ঘৃতাহুতি পড়েছিল। এত অভিযোগ সত্ত্বেও কেন পদত্যাগের চার ঘণ্টার মধ্যে ফের তাঁকে অধ্যক্ষের পদ দেওয়া হল, সেই প্রশ্ন ওঠে।
এদিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ। এর পর ন্যাশনাল মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের হাতেই সাময়িকভাবে ফিরিয়ে দেওয়া হয় দায়িত্ব। আদালতের নির্দেশে ছুটিতে যান সন্দীপ। তবে তাঁর পুনর্নিয়োগ নিয়ে সোশাল মিডিয়ায় রটনা রটতে থাকে। স্বাস্থ্যভবনের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে সন্দীপ ঘোষকে। এমন খবর ছড়িয়ে পড়ে। এই রটনা নস্যাৎ করে ‘X’ হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, ‘সন্দীপ ঘোষ এখন স্বাস্থ্য ভবনের OSD বলে যা রটনা, যারা নানারকম পোস্ট করছেন, সবটাই ভুল। সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ থেকেও বদলি। আপাতত ছুটিতে। কোনও পদ নেই। রটনা এবং ভুল প্রচার বন্ধ হোক।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.