Advertisement
Advertisement

Breaking News

Sweta Bhattacharya

কাছের মানুষ হাসপাতালে, মনখারাপ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর

আচমকা কী হল?

Reports: Sweta Bhattacharya worried for her mother's illness | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 25, 2023 8:36 pm
  • Updated:September 25, 2023 8:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেও যার সঙ্গে ‘জওয়ান’ দেখতে গিয়েছিলেন, সেই মানুষটা এখন অসুস্থ। এতটাই অসুস্থ যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাই মন একেবারে ভালো নেই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর। সোশাল মিডিয়ায় মন খারাপের ইমোজি দিয়ে ছবি শেয়ার করেছিলেন শ্বেতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sweta Mou Bhattacharya (@bhattacharya.sweta21)

Advertisement

আচমকা কী হল? এই প্রশ্ন অভিনেত্রীকে এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে করা হয়েছিল। যার উত্তরে অভিনেত্রী জানান, তাঁর মায়ের ধুম জ্বর। ডেঙ্গু পরীক্ষা করিয়েছিলেন। তার ফল নেগেটিভ এসেছে। কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। সেই সঙ্গে ছিল প্রচণ্ড কাশি। খাওয়া-দাওয়াও কমে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে গত ২৩ সেপ্টেম্বর শ্বেতার মাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

[আরও পড়ুন: ডিসেম্বেরই কোলজুড়ে আসবে দ্বিতীয় সন্তান, ছিমছাম অনুষ্ঠানে সাধ খেলেন শুভশ্রী]

চিকিৎসক জানিয়েছেন, শ্বেতার মায়ের হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। এর পাশাপাশি আবার সোডিয়াম-পটাশিয়ামের হারও বেশি কম। বুকে সংক্রমণও রয়েছে। শ্বেতা জানান, তাঁর ভুল বকছিলেন। কাউকে চিনতেও পারছিলেন না। তাই আর ঝুঁকি নিতে চাননি। আপাতত বেশ কিছুদিন হাসপাতালেই রাখতে হবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sweta Mou Bhattacharya (@bhattacharya.sweta21)

মায়ের জন্যই মনখারাপ শ্বেতার। হাতে একগুচ্ছ কাজ। এর মধ্যেও ওয়েব সিরিজ ‘নন্দিনী’র ডাবিংয়ের কাজ শেষ করেছেন। আরও একটি সিরিজের ডাবিং বাকি। নতুন সিরিয়ালের প্রস্তাবও এসেছে। কিন্তু কিছুতেই মন বসছে না। কঠিন এই সময় দ্রুত পেরিয়ে যাক, এমনই কামনা অভিনেত্রীর অনুরাগীদের।

[আরও পড়ুন: সন্তানের জন্মের দুদিন পর খবর দিলেন স্বরা ভাস্কর, পোস্ট করলেন ছবি, জানালেন নামও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement