Advertisement
Advertisement
Anupama serial

‘অনুপমা’ সিরিয়ালের সেটে বড় দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহকারী চিত্রগ্রাহকের মৃত্যু

গুরগাওয়ের ফিল্ম সিটিতে সিরিয়ালের শুটিং চলছিল। সেখানেই এই ঘটনা ঘটে।

Reports of Accident at Anupama serial Set, Camera Assistant dies from electric shock
Published by: Suparna Majumder
  • Posted:November 16, 2024 8:25 pm
  • Updated:November 16, 2024 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’র সেটে বড়সড় দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সহকারী চিত্রগ্রাহকের মৃত্যু হয়েছে বলেই খবর। শোনা গিয়েছে, গুরগাওয়ের ফিল্ম সিটিতে সিরিয়ালের শুটিং চলছিল। সেখানেই এই ঘটনা ঘটে।

Anupama-Serial-Rupali

Advertisement

রূপালি গঙ্গোপাধ্যায় অভিনীত ‘অনুপমা’ সিরিয়াল গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় শীর্ষ স্থানে ছিল। গত সপ্তাহে এর স্থান বদল হয়। ‘অনুপমা’কে পিছনে ফেলে এগিয়ে যায় ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়’ ধারাবাহিক। শোনা গিয়েছে, অন্যান্য দিনের মতোই গুরগাওয়ের ফিল্ম সিটিতে শুটিং শুরু হয়েছিল। আচমকাই চিৎকার করে জ্ঞান হারান ওই চিত্রগ্রাহক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন, তবে চিত্রগ্রাহককে বাঁচাতে পারেননি। মৃতের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে শোনা গিয়েছে তিনি বিহারের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে। যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে তা কী কারণে হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shingles Prevention (@shingles.prevention)

প্রসঙ্গত, ‘অনুপমা’ সিরিয়ালের নায়িকা রূপালির ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই নানা খবর প্রকাশিত হচ্ছে। রূপালির সৎ মেয়ে এষা বর্মা তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। সোশাল মিডিয়ার মাধ্যমে এষার অভিযোগ, রূপালি তাঁর বর্তমান স্বামীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন। তাঁর মায়ের গয়নাও চুরি করেছিলেন। এষার এমন অভিযোগে সোশাল মিডিয়ায় একটিও শব্দ খরচ করেননি অভিনেত্রী। তবে সৎ মেয়ের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন। এর পরই এষা নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট প্রাইভেট করে দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement