Advertisement
Advertisement
Ranojoy Bishnu

শুটিংয়ে ভিজে রণজয়ের হাল বেহাল, ‘দেখুন একবার মুখটা’, ভিডিও দিয়ে লিখলেন অভিনেতা

সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই শুটিং করেছেন অভিনেতা।

Ranojoy Bishnu shared BTS video of Kon Gopone Mon Bheseche serial
Published by: Suparna Majumder
  • Posted:August 7, 2024 1:38 pm
  • Updated:August 7, 2024 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার বৃষ্টিতে শুটিং করা কি মুখের কথা! তাও আবার সকাল থেকে রাত পর্যন্ত। তেমনটাই করতে হল রণজয় বিষ্ণুকে (Ranojoy Bishnu)। জমা জলে রীতিমতো গড়াগড়ি খেলেন অভিনেতা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, “দেখুন একবার মুখটা!”

Ranojoy-post-1

Advertisement

এক দশকেরও বেশি সময় ধরে গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন রণজয়। তাঁর নামের পাশে রয়েছে ‘ষড়রিপু ২’, ‘জালবন্দি’, ‘আঘাত’, ‘বিধান’, ‘ম্যায় মুলায়ম সিং যাদব’-এর মতো সিনেমা। ২০২২ সালে ‘গুড্ডি’ সিরিয়ালে দেখা যায় রণজয়কে। নায়িকা শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়। এখন ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে অনিকেতের চরিত্রে অভিনয় করছেন রণজয়। বিপরীতে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য।

[আরও পড়ুন: রবীন্দ্রসঙ্গীত গবেষকের পচাগলা দেহ উদ্ধার! বর্ধমানে চাঞ্চল্য]

ধারাবাহিকে শ্বেতার চরিত্রের নাম শ্যামলী। তার প্রাণ রক্ষার প্রার্থনাতেই ঈশ্বরের দুয়ারে হাজির হয় অনিকেত। সাদা ধুতি ও উত্তরীয় পরে মহাদেবের আরধনা করে। ইতিমধ্যেই Zee বাংলায় এপিসোডটি সম্প্রচারিত হয়েছে। নেপথ্য কাহিনির ভিডিওটি রণজয় শেয়ার করেন বুধবার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANO JOY (@rano_joy22)

ভিডিওর ক্যাপশনে বাংলা টেলিভিশনের তারকা লেখেন, “উফফ এই দিনটা ভুলব না… গোটা টিমকে কুর্নিশ। সবাই আমরা সকাল ৮.৩০ থেকে রাত ৮.৩০ অবধি ভিজে শুট করেছি… বৃষ্টিও থামেনি… আমাদের কাজও থামেনি। যেখানে নর্দমার জল, বৃষ্টির জল, জমা জল সব এক হয়ে গেছে। তার মাঝখানে আমি গড়াগড়ি দিচ্ছি। আমার পিঠে, গায়ে, চুলে যে কী কী লেগেছে সেটা আর নাই বা বললাম। দেখুন একবার আমার মুখটা। একেবারে শেষের দিকে… যাই হোক এত পরিশ্রমের পর তৈরি এপিসোড আপনাদের কেমন লাগল?”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANO JOY (@rano_joy22)

[আরও পড়ুন: ‘মুক্তির এই আলো…’, বাংলাদেশ নিয়ে গান বাঁধলেন কবীর সুমন, শুনে নিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement