সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনের কথা মনই জানে। আর জানে খাতার পাতা। কারণ সেখানেই সমস্ত কথা লিখে রাখেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। ‘ভুলভাল’ সেই লেখা নিয়েই এবার ঘটালেন এক কাণ্ড। তাতে আবার দোসর হলেন বাংলা টেলিভিশনের আরেক তারকা নীল চট্টোপাধ্যায় (Neil Chatterjee)। গানে-কবিতায় আসর জমিয়ে দিলেন দুজন।
বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে রণজয় এখন ‘কোন গোপনে মন ভেসেছে’র অনিকেত। আর এই সিরিয়ালেই নীল রয়েছেন খল চরিত্রে। নাম অরুণাভ। ক্যামেরার সামনে যতই যুদ্ধ চলুক, ক্যামেরার পেছনে কিন্তু দুজনের বেশ ভালো বন্ধুত্ব। তাই তো আড্ডা দিতে বসে একজন বলে উঠলেন, “দাঙ্গা লেগেছে ভিতরে সবাই পালাতে চাইছে কিন্তু পারছে না…” কবিতা, আরেকজন গেয়ে উঠলেন, “যদি আকাশের গায়ে কান না পাতি…” গান। দুজনের এই যুগলবন্দির ভিডিও রেকর্ড করেছেন অভিনেতা অনিমেষ ভাদুরি।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রণজয় জানান, লেখক তিনি নন। তবে মাথায় যখনই কিছু আসে লিখে রাখেন। গত ৬-৭ বছর ধরে লিখছেন রণজয়। নিজের লেখাকে বলেন ‘ভুলভাল’ লেখা। তাতেই থাকে জীবনবোধ, ভালো লাগা, মন্দ লাগা, অবেগ, অনুভূতি। এর সঙ্গে অনেকেই একাত্ম হতে পেরেছেন। নীলকে সঙ্গী হিসেবে পেয়ে বেশ খুশি রণজয়। নিজেদের এই গান ও কবিতা নিয়ে ভবিষ্যতে একটি অনুষ্ঠান করতে চান তিনি।
View this post on Instagram
কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন রণজয়। শুটে গিয়ে অসুস্থ বোধ করেন অভিনেতা। ডাকা হয় ডাক্তার। তখনই দেখা যায়, রক্তচাপ অনেকটা নেমে গিয়েছে। এর মধ্যেই ঘটে অঘটন। শুটিং থেকে বাড়ি ফিরে জ্ঞান হারান রণজয়। অসম্ভব স্ট্রেস বা মানসিক চাপ থেকেই এমনটা হয়েছে বলে জানিয়েছিলেন অভিনেতা। তবে এখন তিনি সুস্থ। পুরোদমে ‘কোন গোপনে মন ভেসেছে’র শুটিং করছেন তিনি। কাজের ফাঁকেই সাজিয়ে ফেলছেন মনের শব্দ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.