সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগেই রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। আর তা ঘিরেই সাজসাজ রব অযোধ্যায়। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। এই তালিকায় কী ছোটপর্দার রামচন্দ্র অরুণ গোভিল (Arun Govil) রয়েছেন? জবাব দিলেন অভিনেতা।
আটের দশকে শুরু হয়েছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়াল। তাতেই রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেন অরুণ গোভিল। সীতার ভূমিকায় দেখা যায় দীপিকা চিখালিয়াকে। তুমুল জনপ্রিয়তা পান দুই তারকা। এখন রামায়ণের রাম ও সীতার কথা উঠলে এই দুজনের নাম সবার আগে আসে। এমন মানুষকে কি রাম মন্দিরের উদ্বোধনে দেখা যাবে? হ্যাঁ।
আগামী ২২ জানুয়ারি রাম লালার মন্দিরের প্রধান উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে অরুণ গোভিলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অভিনেতা নিজে এই খবরে সিলমোহর দিয়েছেন। তাঁর কথায়, “এটা একটা দারুণ মুহূর্ত, দারুণ সুযোগ আর খুবই আনন্দের একটা সময়।” শোনা গিয়েছে, মন্দির উদ্বোধনে ‘সীতা’ দীপিকা চিখালিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
রাম মন্দির ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, মন্দির উদ্বোধনে আমন্ত্রিত ৭ হাজারের বেশি। এর মধ্যে ৩ হাজার ভিআইপি। তালিকায় রয়েছেন ভারতরত্ন ক্রিকেটার শচীন তেন্ডুলকর, বর্তমান ভারতীয় দলের অন্যতম সদস্য বিরাট কোহলি, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, বলি তারকা অমিতাভ বচ্চন। সেই সমস্ত করসেবকের পরিবারের সদস্যরা অতিথি হিসেবে থাকবেন, রাম মন্দির আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.