Advertisement
Advertisement

Breaking News

আসছে ‘খুকুমণি হোম ডেলিভারি’র হিন্দি রিমেক, দেখুন আগাম ঝলক

হিন্দি সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনেত্রী উল্কা গুপ্তা।

Rahul Mazumdar-Dipanwita Rakshit starrer Khukumoni Home Delivery remade in Hindi | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 28, 2022 4:34 pm
  • Updated:February 28, 2022 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিরিয়াল হিন্দিতে রিমেক হওয়া কোনও নতুন ঘটনা নয়। এবার এই তালিকায় যুক্ত হল ‘খুকুমণি হোম ডেলিভারি’র (Khukumoni Home Delivery) নাম। হিন্দিতে ধারাবাহিকটির নাম হতে চলেছে ‘বান্নি চাও হোম ডেলিভারি’। আর তাতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন হিন্দি টেলিভশনের জনপ্রিয় অভিনেত্রী উল্কা গুপ্তা। 

Khukumoni Home Delivery

Advertisement

বাংলার দর্শকদের কাছে খুকুমণি হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন দীপান্বিতা রক্ষিত। মা-বাবা হারা খুকুমণি বড় হয়েছে কাকা ও কাকিমার কাছে। স্বাধীনচেতা, আত্মনির্ভরশীল একটি মেয়ে। অন্যায় একেবারেই সহ্য হয় না তার। নিজের বুদ্ধিতেই খুকুমণি খুলে ফেলেছে খাবারের হোম ডেলিভারির ব্যবসা। আর এই ব্য়বসা করতে গিয়েই চ্যালেঞ্জের মুখে পড়ে। বিহান (রাহুল মজুমদার) নামে এক বদরাগী কাস্টমারের অর্ডার পায় খুকুমণি। যাকে নাকি শান্ত করা যায় সুস্বাদু খাবারেই।

[আরও পড়ুন: জুন মাসে আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ! সতর্ক করছেন গবেষকরা]

এই কাহিনির সূত্র ধরেই ২০২১ সালে শুরু হয়েছিল  ‘খুকুমণি হোম ডেলিভারি’। এখন বিহানের স্ত্রী হয়ে সৎ শাশুড়ির বিরুদ্ধে সম্মুখ সমরে খুকুমণি। তাঁর ক্ষুরধার সংলাপ বেশ পছন্দ করেন দর্শকরা। তাতেই বেড়েছে টিআরপি। স্নেহাশিস চক্রবর্তী পরিচালিত সিরিয়ালটি এবার স্টার প্লাসে দেখতে পাবেন হিন্দি টেলিভিশনের দর্শকরা। 

Banni serial

ইতিমধ্যেই  ‘বান্নি চাও হোম ডেলিভারি’ (Banni Chow Home Delivery) আগাম ঝলক প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে উল্কা গুপ্তাকে। ছোটবেলা থেকেই হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ উল্কা। সিনেমাতেও অভিনয় করেছেন। রণবীর সিং অভিনীত ‘সিম্বা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন উল্কা। এবার দেখা যাবে ছোটপর্দার বান্নি হিসেবে। শোনা গিয়েছে, মার্চ মাস থেকেই ধারাবাহিকটি শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর মানলে, সিরিয়ালে উল্কার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা প্রবিষ্ঠ মিশ্রকে। 

[আরও পড়ুন: মার্চ মাসে কলকাতায় বাপি লাহিড়ীর পরিবার, সুরকারের অস্থি বিসর্জন হবে গঙ্গায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement