Advertisement
Advertisement

Breaking News

Prosenjit Rituparna

রোম্যান্টিক সিন করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ঋতুপর্ণা! গোপন তথ্য ফাঁস করলেন প্রসেনজিৎ

প্রসেনজিতের কথা শুনে 'লাজে রাঙা' হয়ে যান ঋতুপর্ণা।

Prosenjit Chatterjee didn’t shy away from pulling Rituparna Sengupta’s legs at Ismart Jodi | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 22, 2022 10:41 am
  • Updated:June 22, 2022 12:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অন্যদিকে টলিউড ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সিনেমার পর্দায় সুপারহিট এই জুটিকে দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। কিন্তু দুই তারকা এবার একসঙ্গে ধরা দিলেন ছোটপর্দার ক্যামেরার সামনে। সৌজন্যে জিৎ সঞ্চালিত ‘ইস্মার্ট জোড়ি’ (Ismart Jodi)। সেখানেই বিশেষ অতিথি হয়ে এসেছিলেন দু’জন।

Prosenjit-Rituparna

Advertisement

“ভালবাসা ভালবাসে শুধুই তাকে, ভালবেসে ভালবাসায় বেঁধে যে রাখে” – এই ভাবনাকে সঙ্গী করেই শুরু হয় ‘ইস্মার্ট জোড়ি’। জিতের (Jeet) সঞ্চালনায় শোয়ে বাস্তব জীবনের ভালবাসার কাহিনি জানান টলিউডের তারকারা। নানা মজার খেলাও হয়। সপ্তাহান্তে দেখা যাবে শোয়ের বিশেষ এপিসোড। যার নাম দেওয়া হয়েছে ‘অমর সঙ্গী’। বিশেষ এই এপিসোডেই অতিথি হয়ে আসেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ। আসেন অভিনেত্রী বিজয়েতা পণ্ডিতও। আটের দশকে মুক্তি পাওয়া ‘অমর সঙ্গী’ সিনেমায় প্রসেনজিতের বিপরীতে তিনিই ছিলেন নায়িকা। সুপারহিট হয়েছিল সেই ছবি।

Prosenjit

[আরও পড়ুন: বোনেদের প্রতি দাদার ভালবাসা অমূল্য, আবেগে ভরপুর অক্ষয়ের ‘রক্ষাবন্ধন’, দেখুন ট্রেলার]

অবশ্য এপিসোডের বিশেষ আকর্ষণ প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিই। নানা কথার মাঝেই ঋতুপর্ণার সম্পর্কে এক গোপন তথ্য ফাঁস করেন প্রসেনজিৎ। জানান, রোম্যান্টিক দৃশ্যে শুটিং করার সময়ে তাঁর পায়ের কাছে বসার কথা ছিল অভিনেত্রীর। আচমকা তিনি শুনতে পান ঋতুপর্ণা নাক ডাকছেন। বুঝতে পারেন ঘুমিয়ে পড়েছেন তাঁর নায়িকা। 

Prosenjit-Rituparna-1

প্রসেনজিতের এই কথা শুনে কনে বউয়ের মতো ‘লাজে রাঙা’ হয়ে যান ঋতুপর্ণা। ঠাট্টার ছলে বন্ধু তথা নায়ককে মেরে দেন তিনি। ‘প্রাক্তন’ জুটির এই খুনসুটি দেখে বেশ মজা পান সেটে উপস্থিত তারকা প্রতিযোগীরা। হেসে ফেলেন সঞ্চালক জিৎও। শনিবার দেখা যাবে বিশেষ এই পর্ব। তার আগাম ঝলক প্রকাশ্যে এসেছে। এমন আরও মজার মুহূর্ত এপিসোডে দেখা যাবে, এই আশাতেই রয়েছেন অনুরাগীরা। 

[আরও পড়ুন: টলিউডে বড় চমক, ফের বড়পর্দায় জুটি বাঁধছেন প্রসেনজিৎ, জিৎ!

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement