Advertisement
Advertisement

Breaking News

Pratyusha Banerjee

প্রেমিক রাহুলের নির্যাতনেই আত্মহত্যা ‘বালিকা বধূ’ প্রত্যুষার, সাফ জানাল আদালত

মানসিক দিক থেকে একেবারেই ভেঙে পড়েছিলেন প্রত্যুষা।

Pratyusha Banerjee kills herself due to boyfriend Rahul Raj’s conduct| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 31, 2023 8:10 pm
  • Updated:August 31, 2023 8:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিক রাহুল সিংয়ের নির্যাতন সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন বালিকা বধূ ধারাবাহিকের অভিনেত্রী প্রত্যুষা বন্দ্য়োপাধ্যায়। প্রত্য়ুষার মৃত্যু মামলায় অভিযুক্ত তাঁর প্রেমিক রাহুলের মুক্তির আবেদন খারিজ করে একথাই জানিয়েছে আদালত।

বুধবার মুম্বই আদালত স্পষ্ট জানায়, প্রেমিক রাহুল সিং দিনের পর দিন প্রত্যুষাকে শারীরিক, মানসিকভাবে হেনস্থা করতেন এবং রাহুলের জন্য আর্থিক হয়রানিরও শিকার হয়েছিলেন অভিনেত্রী। এর ফলে মানসিক দিক থেকে একেবারেই ভেঙে পড়েছিলেন প্রত্যুষা। যার ফলে আত্মহনন।

Advertisement

[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]

জামশেদপুরে জন্ম প্রত্যুষার। ২০১০ সালে মুম্বইয়ের টেলিভিশন জগতে নিজের সফর শুরু করেন ‘রক্ত সম্বন্ধ’ নামের সিরিয়ালের মাধ্যমে। তারপর ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’ (Yeh Rishta Kya Kehlata Hai) সিরিয়ালেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তবে তুমুল জনপ্রিয়তা পান ‘বালিকা বধূ’ (Balika Vadhu) ধারাবাহিকে আনন্দির চরিত্রে অভিনয় করে। Bigg Boss 7 শোয়ের প্রতিযোগীও ছিলেন প্রত্যুষা। ২০১৬ সালের ১ এপ্রিল তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার। মেয়ের মৃত্যুর জন্য তাঁর তৎকালীন প্রেমিক রাহুল রাজ সিংকে দায়ী করেছিলেন। সুবিচার পেতে মামলাও করেছিলেন।

[আরও পড়ুন: মুম্বই সফরে বড় ঘোষণা মমতার! কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন শাহরুখ-সলমন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement