Advertisement
Advertisement
BJP

বিজেপিতে ‘খড়কুটো’র ‘বাবিন’, দলীয় পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ

বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতিতে যোগ দিলেন তিনি।

Popular Bengali Actor Kaushik Roy joins BJP | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:January 29, 2021 5:41 pm
  • Updated:March 17, 2021 3:32 pm  

রূপায়ন গঙ্গোপাধ্যায়: সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় টেলি অভিনেতা কৌশিক রায়। শুক্রবার রাজ্য বিজেপির সদর দপ্তরে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।

টেলিভিশনের পর্দায় কৌশিক রায় অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে ‘স্টার জলসা’র জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’য় অভিনয় করেন তিনি। ধারাবাহিকের প্রধান চরিত্র বিজ্ঞানী সৌজন্য মুখোপাধ্যায়ের ওরফে ‘বাবিনের’ ভূমিকায় অভিনয় করছেন কৌশিক রায়। তাঁর বিপরীতে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। এর আগে ‘ফাগুন বউ’, ‘ইস্টিকুটুম’-এর মতো ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। তবে এবার আর টেলিভিশনের পর্দায় নয়, রাজনীতিতে দেখা যাবে তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: দ্রুত সারতে হবে পুরভোটের প্রস্তুতি, রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাই কোর্টের]

বলতে গেলে ভোটের আবহে সরগরম টলিপাড়া। সম্প্রতি একাধিক বাংলা টেলি ও সিনেমাজগতের লোকজন রাজনীতিতে যোগ দিয়েছেন। ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাশ, অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। এছাড়াও শাসকদলে নাম লিখিয়েছেন ইম্পার (EIMPA) কর্তা পিয়া সেনগুপ্ত। গত রবিবারই কৌশানি এবং পিয়া সেনগুপ্তের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। কৌশানি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টা মানুষের কথা ভাবেন। তাঁর আমলে নানা সুযোগ-সুবিধা আমরা পাচ্ছি। তা, নই আমার বিশ্বাস, আবার মানুষ তাঁকে ফিরিয়ে আনবে। আমি চাই আমায় দেখে আরও অনেকে এগিয়ে আসুক। দিদির সৈনিক হয়ে দাঁড়াক।”

বাংলার রাজনীতিতে তারকাদের যোগদান নতুন ঘটনা নয়। সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন দেব (Dev), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), নুসরত জাহান (Nusrat Jahan)। শাসক দলে রয়েছেন ব্রাত্য বসু, দেবশ্রী রায়, শতাব্দী রায়ও। অন্যদিকে, বিজেপিতেও যোগ দিয়েছেন টলিউডের একাধিক তারকা। সেই তালিকায় এবার যুক্ত হল কৌশিকের নাম।

[আরও পড়ুন: ‘ঘোষণার পরও ভাতা পাননি পুরোহিতরা’, রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement