Advertisement
Advertisement

নিউ ইয়ার স্পেশাল ভিডিও আনছেন পুনম, টিজারেই ঝড় নেটদুনিয়ায়

টিজার দেখলেই আঁচ পাবেন।

Poonam Pandey to thrill fans with New Year video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2017 3:35 pm
  • Updated:September 18, 2019 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের আসর একাই মাতিয়ে দিয়েছিলেন। ইরোটিক ক্রিসমাস সেলিব্রেশনে নেটদুনিয়ার উষ্ণতা বাড়িয়েছিলেন তিনি। বর্ষবরণেও তাঁর পরিকল্পনা একইরকম। নয়া ভিডিও ফ্যানদের উপহার দিতে চান পুনম পাণ্ডে। চলছে তার রিহার্সাল। সে ভিডিওই আপাতত ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

বড়দিনে হট কেক পুনমের ‘ইরোটিক ক্রিসমাস’, দেখুন ভিডিও ]

Advertisement

২০১৬-র বড়দিন একাই মাতিয়ে দিয়েছিলেন পুনম। জিঙ্গল বেলস এর বদলে ‘জিঙ্গল বুবস’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সে ভিডিও ঝড় তুলেছিল নেটদুনিয়ায়। চলতি বছরে বড়দিনের উদযাপনের আঁচ চড়িয়ে দিয়েছিলেন পুনম। ভিডিও যে আসছে সে আভাস দিয়েই রেখেছিলেন। তার আগে টপলেস হয়েই ক্রিসমাসের উষ্ণতা বাড়িয়েছিলেন তিনি। তাঁর ফ্যানরা জানেন, বিতর্ক পুনমের পিছু ছাড়ে না। কিংবা উলটোটাও বলা যায়। নিজেই বিতর্ক টেনে আনেন তাঁর দিকে। এটা যেন পুনমের কমফোর্ট জোন। এখানে দাঁড়িয়েই ছক্কা হাঁকাতে ভালবাসেন তিনি। ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শোনামাত্র নেটদুনিয়ায় তুমুল শোরগোল পড়ে যায়। ভারত বিশ্বকাপ জেতেও। যদিও পুনম নগ্ন হননি। শেষমেশ জানিয়েছিলেন, বিসিসিআই তাঁকে এরকম কোনও কাজ করতে মানা করেছিল। অবশ্য কলকাতা নাইট রাইডার্স যখন ট্রফি জিতল, তখন নগ্ন হওয়া থেকে তাঁকে আটকানো যায়নি। সিনেমা নিয়েও বেশ বিতর্কে জড়িয়েছেন। ‘নাশা’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল এক স্কুল শিক্ষিকার চরিত্রে। যিনি শেষমেশ তাঁর ছাত্রের সঙ্গেই যৌন সঙ্গমে লিপ্ত হন। এ তো গেল ছবির বিষয়। ছবির পোস্টার নিয়েও যথেষ্ট বিতর্ক হয়। তবে এসব উপভোগই করেন পুনম। এবং নেটদুনিয়ায় তিনি নিজেও মাঝে মধ্যে বিতর্ক উসকে দেন। যার মধ্যে অন্যতম ছিল ওই ‘জিঙ্গল বুবস’ ভিডিও।

বড়দিন মাতাতে এবার আসরে ‘টপলেস’ পুনম ]

২০১৬-য় ভিডিওটি মুক্তি পাওয়ার পরই তা নিয়ে তুমুল আগ্রহ ছিল। চলতি বছরেও এ আগ্রহ খুঁচিয়ে দেন পুনম নিজেই। জানান, ‘পুরনো ভিডিওর কথা মনে আছে? এবারও কি এরকম একটা ভিডিও হবে?’ পুনম জল্পনা বাড়িয়ে দিতেই নেটদুনিয়ায় তাঁর ফ্যানরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। নতুন ভিডিওর আবদার জানাতে থাকেন। সুতরাং ভিডিও যে আসছে তা প্রায় নিশ্চিতই ছিল। কথা রেখেছিলেন পুনম। তাঁর ইরোটিক ক্রিসমাস ভিডিও এবারের বড়দিনের হট কেক ছিল বলা যায়। যথারীতি এবারও সাহসী ও বোল্ড তিনি। পরনের পোশাক খুলে দিতে দ্বিধা করেননি। তবে এবার সবই সাদা-কালো। গতবারের ভিডিওতেই বাড়িয়ে দিয়েছিলেন যৌনতার আঁচ। কিন্তু তা নিয়ে মৃদু অশ্লীলতার অভিযোগও শুনতে হয়েছিল। এবার বোধহয় তাই সাদা-কালোতেই সে অভিযোগ খণ্ডন করতে চেয়েছেন তিনি।

রিসেপশনের পরই অনুষ্কার জন্য খুশির খবর, জানেন কী? ]

বড়দিনের এত কাণ্ডের পরও পুনমের বর্ষবরণের ভিডিও নিয়েও আগ্রহ তুঙ্গে। টিজারে দেখা যাচ্ছে ‘বিড়ি জ্বালাইলে’ গানে নাচের রিহার্সাল করছেন তিনি। আপাতত ইনস্টাগ্রামের সে ভিডিও দেখেই আঁচ পাওয়া যাচ্ছে নিউ ইয়ারটা কতটা স্পেশাল করে রাখতে চান পুনম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement