Advertisement
Advertisement
Mirakkel 10

হাসির ফোয়ারা নিয়ে ফিরছে ‘মীরাক্কেল’, শ্রীলেখার বদলে এবার বিচারক পাওলি!

রুদ্রনীলও কি থাকবেন বিচারকের আসনে?

Bangla News of Bengali Television: Paoli Dam will be new judge of reality show Mirakkel 10! | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 2, 2020 5:24 pm
  • Updated:October 2, 2020 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ অক্টোবর থেকে টেলিভিশনের পর্দায় ‘ভালো থাকার ভ্যাকসিন’ (Vaccine) নিয়ে আসছে ‘মীরাক্কেল’-এর নতুন মরশুম। মীরের সঞ্চালনায় ফের হাসির বিস্ফোরণ ঘটাবেন প্রতিযোগীরা। কিন্তু বিচারকের আসনে কারা থাকছেন? এই নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল জল্পনা। এর আগে ‘মীরাক্কেল’-এর বিচারক হিসেবে নজর কেড়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), রজতাভ দত্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীলেখা-রজতাভ-পরাণ জুটিকে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন দর্শকরা। সেই অভ্যাস এবার ভাঙতে চলেছে। আভাস আগেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন শ্রীলেখা। দুঃখপ্রকাশ করে শো থেকে বাদ পড়ার কথা জানিয়েছিলেন। শ্রীলেখার পোস্টের পর প্রশ্ন উঠেছিল তাহলে এবার কাকে দেখা যাবে কমেডি শোয়ের বিচারক হিসেবে? সূত্রের খবর মানলে সেই প্রশ্নের উত্তর এতদিনে মিলল। শোনা গিয়েছে, শ্রীলেখার বদলে এবার ‘মীরাক্কেল’ (Mirakkel 10) বিচারকের আসন গ্রহণ করেছেন পাওলি দাম (Paoli Dam)। ইনস্টাগ্রামে মীরের পোস্ট করা ছবিতে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

 

Advertisement

[আরও পড়ুন: ‘ব্ল্যাক উইডোজে’র রিমেকে রাইমা-পরমব্রত-স্বস্তিকা! সঙ্গে একাধিক বলি তারকা, প্রকাশ্যে ভিডিও]

ইনস্টাগ্রামে পোস্ট করা সঞ্চালক মীরের (Mir Afsar Ali) এই পোস্টে পাওলির পাশাপাশি রয়েছেন টলিউডের আরেক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। আর মীরের পাশে দাঁড়িয়ে রয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং বিশ্বনাথ বসু (Biswanath Basu)। শোনা গিয়েছে, বিচারকের আসনে রুদ্রনীল ঘোষকেও (Rudranil Ghosh) দেখা যেতে পারে। বর্তমানে ছবির শুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন রুদ্রনীল। এবিষয়ে নাকি তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। ফিরে আসার পর যদি কোনও সিনেমার শুটিংয়ের সঙ্গে রিয়ালিটি শোয়ের ডেট ক্ল্যাশ না করে তাহলে তিনি সম্মতি দিতে পারেন।

 

প্রায় ১০ বছর ধরে শুভঙ্কর চট্টোপাধ্যায় প্রযোজিত-পরিচালিত ‘মীরাক্কেল’-এর বিচারকের আসনে দেখা গিয়েছে শ্রীলেখাকে। কেন এবার তাঁকে দেখা গেল না। সে বিষয়ে তেমন কিছু না জানা গেলেও ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছিলেন “আমাকে ছাড়াই জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে। এভাবেই বোধহয় সত্যি কথা বলার দাম চোকাতে হল!…”

[আরও পড়ুন: রাজের ছেলেকে উপহার পাঠালেন মিমি, সোশ্যাল মিডিয়ায় পালটা ধন্যবাদ শুভশ্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement