সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনার দুটি পথ এখন ভিন্ন। এই সিদ্ধান্তই মেনে চলছেন নবনীতা দাস ও জীতু কমল। জীতু ব্যস্ত বড়পর্দার কাজ নিয়ে, নবনীতা ছোটপর্দার শুটিং চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই বিস্ফোরক খবর! অন্তঃসত্ত্বা নবনীতা দাস (Nabanita Das)। সিরিয়ালের সেট থেকে ফাঁস খবর।
আকাশ-কুসুম ভাবনা চিন্তার আগেই বলে রাখা প্রয়োজন। এ সবই হয়েছে ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে। এই ধারাবাহিকেই কলির চরিত্রে অভিনয় করছেন নবনীতা। ধারাবাহিকের কাহিনি অনুযায়ী কলি এখন গর্ভবতী। তার সাধের অনুষ্ঠান চলছে এবং অনেকেই আশীর্বাদ করতে এসেছে। এর মাঝেই মাথায় ঘোমটা দিয়ে এক মহিলা আসে। সে আসলে দর্শনা। কলি ও তার গর্ভের শিশুর ক্ষতি করতে চায় সে। কিন্তু পারে না।
এর মধ্যেই কলি জানতে পারে দইয়ের অর্ডার ঠিকমতো পৌঁছয়নি। ঠিক করে, সাইকেল চালিয়ে নিজেই ডেলিভারি করতে যাবে। কিন্তু আচমকা কলির সাইকেলের চাকায় কেউ রড ঢুকিয়ে দেয়। কলি ছিটকে পড়ে মাটিতে। এবার কী হবে? কলি ও তার গর্ভের শিশু কি বাঁচবে? প্রশ্নের উত্তর মিলবে সান বাংলার ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে।
ধারাবাহিকে অভিনেতা রাজা গোস্বামীর বিপরীতে রয়েছেন নবনীতা। এর আগে ‘ছদ্মবেশী’ সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন দুজন। গত বছর আবার অভিনেত্রীর বড়পর্দায় ব্রেকের কথা শোনা যায়। প্রযোজক রানা সরকার নবনীতার সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘জয় মা তারা।’ তাতেই অভিনেত্রী বিগ ব্রেকের জল্পনা শুরু হয়ে যায়। অভিনেত্রী সেই সময় জানান, দুই দিক সামলানো এখনই তাঁর পক্ষে সম্ভব নয়। যখন সিরিয়ালের কাজের চাপ একটু হালকা হবে তখন তিনি বড়পর্দা নিয়ে অবশ্যই ভাবতে পারবেন। হয়তো এ বছর!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.