Advertisement
Advertisement

Breaking News

Trina Saha

বড়দিনের আগেই বড় খবর, মা হচ্ছেন ‘গুনগুন’ তৃণা সাহা!

দার্জিলিং থেকে ফিরে সুখবর দিল বাবিন ও গুনগুন!

New Twist in Khorkuto Bengali serial | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 18, 2021 12:54 pm
  • Updated:December 23, 2021 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিআরপির দিক থেকে প্রথম থেকেই ধারাবাহিক খড়কুটো সব সময়ই উর্ধ্বমুখী। তাই এই জনপ্রিয়তা ধরে রাখতে, মাঝে মধ্য়েই খড়কুটো ধারাবাহিকের গল্পে দেখা যায় টুইস্ট। গল্পের নতুন মোচরের কারণে ধারাবাহিকে হাজির হয় নতুন নতুন চরিত্র। আর এবার সেরকমই এক নতুন চরিত্রের আর্বিভাব হতে চলেছে ‘খড়কুটো’ ধারাবাহিকে। চরিত্রের নাম ‘লিটল গুনগুন!’

সম্প্রতি স্টার জলসা তাদের সোশ্যাল মিডিয়া পেজে একটি প্রোমো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ‘গুনগুন’ সান্তা ক্লজ সেজে প্রত্যেকের ঘরে ঘরে উপহার ভরা মোজা রেখে আসছে। কিন্তু ঘরে এসে ক্রেজিকে খুঁজে না পেয়ে একেবারে অবাক গুনগন। কিন্তু গুনগুনের বিছানায় ঝলমলে আলোয় রাখা একটা সারপ্রাইজ। একটা ছোট্ট পুতুল। যার গায়ে লেখা লিটল ‘গুনগুন!’

Advertisement

[আরও পড়ুন: বিদেশের মাটিতে ‘কাঁচা বাদাম’, ভুবন বাদ্যকরের গান নিয়ে রিমিক্স করলেন আফ্রিকার সংগীত পরিচালক ]

‘খড়কুটো’ ধারাবাহিকের এই প্রোমো ইতিমধ্য়েই শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকরা মনে করছেন গুনগুন হয়তো মা হতে চলেছে। আর সেই সুখবর বাবিন এভাবে দিয়েছে?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

খড়কুটো ধারাবাহিকে কয়েকদিন আগেই দেখা গিয়েছে, গুনগুনের মামাতো বোন তিন্নিকে নিয়ে গুনগুন আর বাবিনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল । দেখা গিয়েছিল, গোটা পরিবারের সঙ্গে গুনগুন দার্জিলিংয়ে ছুটিও কাটাতে যায়! দার্জিলিং থেকে ফেরার পরই দর্শকদের সুখবর দিলেন জনপ্রিয় গুনগুন-বাবিন জুটি। দর্শকরা আপাতত এই জল্পনাতেই মগ্ন। তবে ধারাবাহিকের গল্পের এই টুইস্ট নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি চ্যানেল কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: ‘বয়ফ্রেন্ড নেই’ বলে ট্রোলড, ক্ষিপ্ত শ্রীলেখা দিলেন পালটা জবাব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement