Advertisement
Advertisement
Rahul Vaidya

‘বিগ বস’ থেকেই অভিনেত্রী প্রেমিকাকে বিয়ের প্রস্তাব রাহুল বৈদ্যর, উচ্ছ্বসিত নেটিজেনরা

দেখুন সেই ভিডিও।

Bangla News of Bigg Boss 14: Netizens are thrilled after Rahul Vaidya’s asked Disha Parmar to marry him| Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 11, 2020 4:08 pm
  • Updated:November 11, 2020 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরত্বের বিরহ থাকলেই প্রেমের গুরুত্ব বোঝা যায়। বুঝেছেন রাহুল বৈদ্যও (Rahul Vaidya)। সেই কারণেই রিয়ালিটি শো ‘বিগ বস’ থেকেই অভিনেত্রী প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। রাহুলের প্রেমিকা আর কেউ নন হিন্দি টেলিভিশন তারকা দিশা পারমার (Disha Parmar)। মঙ্গলবার দিশার জন্মদিন সেই উপলক্ষ্যেই প্রমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহুল। প্রকাশ্যে এসেছে এদিনের এপিসোডের আগাম ঝলক। আর তাতেই উচ্ছ্বসিত নেটিজেনরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Dekhiye @rahulvaidyarkv ka yeh romantic andaaz aur ek special sawaal ka aagaz, kal raat #BiggBoss14 mein raat 10.30 baje. Catch it before TV on @vootselect #BiggBoss2020 #BiggBoss #BB14 @plaympl @daburdantrakshak @tresemmeindia @lotus_herbals

Advertisement

A post shared by Colors TV (@colorstv) on

[আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের অস্ত্রোপচারের জন্য তৈরি চিকিৎসকরা, শীঘ্রই হবে প্লাজমাফেরেসিসও]

রিয়ালিটি শো থেকেই রাহুলের উত্থান। ‘ইন্ডিয়ান আইডল ১’-এর (Indian Idol 1) অন্যতম ফাইনালিস্ট ছিলেন তিনি। তারপর থেকে একাধিক সিঙ্গল ও অ্যালবাম প্রকাশ করেছেন। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল রাহুলের সিঙ্গল ‘ইয়াদ তেরি’। তাতে নায়িকা ছিলেন দিশা। সেই থেকেই দু’জনের ঘনিষ্ঠতা। যা নিয়ে এর আগেও গুঞ্জন শোনা গিয়েছে। রটনা কে ঘটনা হিসেবে স্বীকৃতি দিলেন রাহুল। এবার প্রেমিকার উত্তরের প্রতীক্ষায় রয়েছেন তিনি।

শোয়ের ১১ নভেম্বরের এপিসোডের এই আগাম ঝলক প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেন নেটিজেনরা। ট্রেন্ডিং হয় দিশা পারমারের নাম। অনেকে দিশাকে ‘ভাবিজি’ হিসেবে ডাকতেও শুরু করেছেন।

[আরও পড়ুন: NCB আধিকারিকদের প্রশ্নের মুখে অর্জুন রামপালের প্রেমিকা, অভিনেতার হাজিরা কবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement