সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দার্জিলিংয়ে চিতাবাঘ! বাংলা সিরিয়ালের টিজার নিয়ে শোরগোল নেটপাড়ায়। “ঘুরতে গিয়ে বিপদের হাত থেকে কথাকে কি বাঁচাতে পারবে এভি ওরফে অগ্নিভ গুহ?” ‘কথা’ সিরিয়ালের গল্পে এখন নতুন মোড়! শৈলশহরে ঘুরতে গিয়ে চিতাবাঘের কবলে গল্পের নায়িকা কথা। আর সেই পর্বের ঝলক চ্যানেলের সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়।
স্টার জলসায় সম্প্রচারিত ‘কথা’ ধারাবাহিক দর্শকদের অন্দরমহলে বেশ জনপ্রিয়। যেখানে মুখ্য ভূমিকায় কথার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা এবং অগ্নিভর বেশে দেখা যাচ্ছে সাহেব ভট্টাচার্যকে। আর সেই সিরিয়ালের এক পর্বের টিজার নিয়েই নেটপাড়ায় হই-হট্টগোলের অন্ত নেই! কী এমন দেখা ছিল ওই ঝলকে? গল্প অনুযায়ী, কথা-অগ্নিভ এখন দার্জিলিংয়ে। দেখা গেল, পাহাড়ি অঞ্চলে বসে এভির কথা ভাবছে কথা। সে কী তাঁকে কোনওদিন স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে কিনা? এমন সময়ে পিছন থেকে এভি এসে তাঁকে ধমক দেয়! তাকে বলতে শোনা যায়, এই সময়ে পাহাড়ি জঙ্গলে একা বসে আছিস?… তাঁদের কথোপকথনের মাঝখানেই জঙ্গল থেকে এক চিতাবাঘ বেরতে দেখা যায়। এর পর ভীত কথার সামনে ঢাল হয়ে দাঁড়ায় অগ্নিভ। তারপর? বাকিটা ধারাবাহিকে দেখা গেলেও সেই দৃশ্য এখন দর্শকদের হাসির খোরাক।
এমন গাঁজাখুড়ি প্লট দেখে হাসির রোল পড়েছে নেটপাড়ায়। বলা ভাল, দর্শকদের একাংশ তো তেলেবেগুনে জ্বলে উঠেছেন। অতঃপর ট্রোল করতেও ছাড়েননি নেটিজেনরা। কারও প্রশ্ন, ‘দার্জিলিংয়ে বাঘ আছে?’ কারও মন্তব্য, ‘সুন্দরবনে বাঘ থাকে জানতাম, আজকাল দার্জিলিং-এও বাঘ থাকে জানতাম না!’ কেউ বা বলছেন, ‘এতদিন জানতাম বাঘ দেখলে সবাই দৌড়ে পালায়। এরা দেখি চেয়ে আছে, আরেকজন এসে শাহরুখ খান পোজে দাড়ায়।’ কারও আক্ষেপ, ‘কতবার দার্জিলিংয়ে গেলাম সেখানে আজ পর্যন্ত ব্ল্যাক প্যান্থার বা চিতাবাঘ দেখতে পেলাম না।’ ‘কথা’ সিরিয়ালের গল্পে অগ্নিভ গুহ কলকাতার নামী সেলিব্রিটি শেফ (এভি)। আর একজন গাছপাগল উদ্ভিদবিজ্ঞানের ছাত্রী কথাকলি বসু (কথা)। একজন রান্না নিয়ে মেতে থাকে, তো অন্যজন একটা গাছকে কীভাবে বাঁচিয়ে তোলা যায়, সেই নিয়েই মশগুল। তবে এখন তাদের জীবন বদলেছে বিয়ের পর। সেখানেই এমন অবাস্তব প্লট! যা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকরা।
সন্ধে হলেই রিমোট হাতে টিভির সামনে বসে যান বাংলা সিরিয়ালের দর্শকরা। ধারাবাহিকের গল্পের গরু গাছে উঠলেও, সেটাই গপগপিয়ে গিলছেন। পারিবারিক কূটকাচালি, অর্ধভৌতিক থেকে পৌরাণিক কাহিনি, সবধরণের গল্প দেখারই সুযোগ মেলে এসব সিরিয়ালে। অতিরঞ্জিত ভাবনাই যেন এখন মূল উপকরণ হয়ে উঠেছে, বাংলা ধারাবাহিকের- এমনটাই মত সিরিয়াল-বিদ্বেষীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.