ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট রাহা (Raha) ধীরে ধীরে বড় হচ্ছে। কাপুর-ভাট পরিবারের নয়নমণি রণবীর-আলিয়ার (Ranbir Kapoor Alia Bhatt) একরত্তি। সম্প্রতি এক বছর পূর্ণ করেছে সে। আর পয়লা জন্মদিনের দিন কয়েক বাদেই বড়দিনে সকলকে মুগ্ধ করেছে রাহার মিষ্টি মুখ আর তার মনভোলানো হাসি। আর এই কদিনেই ‘সুপারস্টার’ মা-বাবার সমস্ত স্পটলাইট কেড়ে নিয়েছে খুদে রাজকন্যে। আর সেই একরত্তিকে নিয়েই কিনা ভাট-কাপুরদের অশান্তি তুঙ্গে?
কিন্তু কেন এই ঝগড়া? সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ এসে নেপথ্যের কারণ ফাঁস করলেন ‘ঠাকুমা’ নীতু কাপুর (Neetu Kapoor)। প্রবীণ অভিনেত্রী বললেন, “আমার বাড়িতে রাহা যেভাবে বড় হচ্ছে, সেটা বলি। আমি সবসময়ে বলতে থাকি, বাবা বলো বাবা। কিন্তু ওর দিদা সোনি উলটো দিক থেকে বলে, একদম না! মা বলো। পরদিনই আমি যখন ওবাড়িতে যাই, তখন আলিয়া আমাকে বলে, যাই হোক, রাহা কিন্তু মাম্মা বলেছে, হ্যাঁ! আর আমি বলি, ও মোটেই মাম্মা বলেনি। ও হয়তো মাম-মাম বলেছে। তাই এত খুশি হওয়ার কিছু হয়নি।” নীতু যেভাবে আলিয়াকে নকল করলেন, তা দেখে করণ জোহরের হা হয়ে যাওয়ার জোগাড়!
রণবীরের মায়ের কথা শুনে করণ পালটা বলেন, “আচ্ছা বাড়িতে তাহলে এই যুদ্ধটা চলতে থাকে!” পরিচালক সঞ্চালক খুদে রাজকন্যেকে ‘এআই জেনারেটেড’ বলে রসিকতাও করেন। পালটা গর্বিত ঠাকুমার মন্তব্য, “রাহাকে দেখলেই আমি শান্তি পাই। এত সুন্দর একখানা মুখ ওর।” রাহার বলা প্রথম শব্দ ‘মা’ না ‘বাবা’ হবে, সেই নিয়েই দড়ি টানাটানি চলতে থাকে নীতু কাপুর এবং সোনি রাজদানের মধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.