Advertisement
Advertisement

Breaking News

Neel Trina

পুজো শেষ হতেই কলকাতা ছাড়লেন নীল-তৃণা, ছুটি কাটাতে কোথায় গেলেন দম্পতি?

কয়েক মাস আগেই নীল-তৃণার সম্পর্কের ভাঙনের খবরে উত্তাল হয়েছিল টলিপাড়া।

Neel Trina post vacation photo on Social Media| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 30, 2023 4:18 pm
  • Updated:October 30, 2023 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগেই নীল-তৃণার সম্পর্কের ভাঙনের খবরে উত্তাল হয়েছিল টলিপাড়া। তবে পরিষ্কার নীল-তৃণা জানিয়েছিলেন এ খবর একেবারেই ভুয়ো। সোশাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও পোস্ট করে তাঁদের প্রেম উজাড় করেছিলেন নীল ও তৃণা। শুধু তাই নয়, দুজনে একসঙ্গে মিলে পোশাকের ব্যবসাও শুরু করেছেন এই তারকা জুটি। আর এবার পুজো শেষ হতেই ছুটি কাটাতে উড়ে গেলেন নীল-তৃণা। 

তা কোথায় গেলেন এই তারকা জুটি?

Advertisement

সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন নীল ও তৃণা। যেখানে তাঁদের দেখা গিয়েছে বেশ খোলামেলা পোশাকে। সুইমিংপুলে খুনসুটি করার ছবিও পোস্ট করেছেন নীল ও তৃণা। ছবি পোস্ট করে নীল ও তৃণা লিখেছেন, ”বহুদিন বাদে ছুটি কাটাতে গোয়াতে”।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya)

[আরও পড়ুন: ঠান্ডা মাথায় খুন ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরি? রহস্য দানা বাঁধতেই প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট]

নীল-তৃণার পোশাক সংস্থার নাম ‘ক্লথ বাই তৃনীল’ (Kloth)। সংস্থার লোগো-সহ কালেকশনের সঙ্গেই ছবি সেয়ার করেছিলেন দম্পতি। আর সেই ছবি শেয়ার করেই সকলের কাছে আশীর্বাদ চেয়েছিলেন তারকাদম্পতি। গড়িয়াহাট যশোদাভবনে পাওয়া যাবে এই ‘ক্লথ বাই তৃনীল’-এর কালেকশন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trina Saha Bhattacharya (@trinasaha21)

[আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে ‘তেজস’! তবু তেজি কঙ্গনার অভিশাপ, ‘আমার খারাপ চাইলেই দুর্ভোগে পড়বেন’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement